মার্কিন সাময়িকী টাইমের পারসন অব দ্য ইয়ার হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিন এ নাম ঘোষণা করেছে। ৭৮ বছর বয়সি ট্রাম্প এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমেসর ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো তাকে এই খেতাব দেয়া হয়।
টাইম ম্যাগাজিন বলেছে, ট্রাম্প আমেরিকান রাজনীতির পুনর্গঠন করেছেন। তিনি তার ভিত্তি প্রসারিত করে, ক্রমবর্ধমান পণ্যমূল্যের হতাশাকে পুঁজি করে এবং পদাধিকারীদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পরিবর্তন থেকে লাভবান হয়ে জিতেছেন। জরিপে দেখা গেছে, তিনি জেরাল্ড ফোর্ডের পরে রিপাবলিকানদের জন্য কৃষ্ণাঙ্গ আমেরিকানদের মধ্যে সর্বাধিক শতাংশ এবং জর্জ ডব্লিউ বুশের পরে যেকোনো জিওপি মনোনীত প্রার্থীর মধ্যে সর্বাধিক ল্যাটিনো ভোটারের ভোট পেয়েছেন।
তিনি ২০ বছরের মধ্যে প্রথম রিপাবলিকান প্রার্থী ছিলেন যিনি ডেমোক্রেটদের চেয়ে বেশি ভোট জিতেছেন, ১০টির মধ্যে ৯টি আমেরিকান কাউন্টিতে ২০২০ সালের তুলনায় সমর্থন বাড়িয়েছেন।
মার্কিন সাময়িকীটি বলেছে, “এখন আমরা কংগ্রেসের সদস্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিশ্বনেতাদের আবারও ট্রাম্পের ইচ্ছার সাথে এক সারিতে দেখতে পাচ্ছি। এই সময়, আমরা মনে করি আমরা জানি কি আশা করতে হবে। শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং সরকারকে ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তার সমর্থকরা উল্লাস করে। কয়েক সপ্তাহের মধ্যে, ট্রাম্প ওভাল অফিসে ফিরে আসবেন: শুল্ক আমদানি, লাখ লাখ মানুষকে নির্বাসন এবং প্রেসকে হুমকি দেওয়ার বিষয়ে তার উদ্দেশ্য পরিষ্কার করবেন। কেনেডি জুনিয়রকে টিকার দায়িত্ব দিয়েছেন তিনি। ইরানের সাথে যুদ্ধের সম্ভাবনা রয়েছে।
টাইমকে ট্রাম্প বলেছেন, তার এই মেয়াদে ‘যেকোনো কিছু ঘটতে পারে।