ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় আসছে প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান

ঢাকায় আসছে প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান

বাংলাদেশের ঐতিহাসিক জুলাই গণ-আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি বিনামূল্যে পারফর্ম করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই চ্যারিটি কনসার্ট, যার নাম ‘ইকোস অব রেভ্যুলেশন’। এই উদ্যোগটি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অফ জুলাই’। শুক্রবার (২৯ নভেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্মের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা জানান, জুলাই গণআন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে এ কনসার্টের আয়োজন। লিখিত বক্তব্যে জানানো হয়, কনসার্ট থেকে অর্জিত অর্থ সম্পূর্ণভাবে ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। গত ১২ নভেম্বর এই ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান এই কনসার্টের মূল আকর্ষণ। আয়োজকরা জানান, তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। এ ছাড়া কনসার্টে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, এবং র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নান স্বল্প পারিশ্রমিকে গান পরিবেশন করবেন।

কনসার্টের বিশেষ আয়োজন
কনসার্টে থাকবে শুধু সংগীত নয়, আরও বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম। এর মধ্যে রয়েছে জুলাই বিপ্লব নিয়ে গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোন এবং বিভিন্ন কর্নার।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাবে, তবে এর মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। আয়োজকরা জানান, অর্থনৈতিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন।

এই চ্যারিটি কনসার্টে অংশগ্রহণকারী প্রত্যেক দর্শক শুধু সংগীত উপভোগ করবেন না, তারা একটি মহৎ উদ্দেশ্যেও অংশ নেবেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ, জ্বালানি দ্রুত সরবরাহ বিধান বাতিল করে গেজেট

ঢাকায় আসছে প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান

আপডেট সময় ০৬:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

বাংলাদেশের ঐতিহাসিক জুলাই গণ-আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তিনি বিনামূল্যে পারফর্ম করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই চ্যারিটি কনসার্ট, যার নাম ‘ইকোস অব রেভ্যুলেশন’। এই উদ্যোগটি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অফ জুলাই’। শুক্রবার (২৯ নভেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘স্পিরিটস অফ জুলাই’ প্ল্যাটফর্মের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা জানান, জুলাই গণআন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে এ কনসার্টের আয়োজন। লিখিত বক্তব্যে জানানো হয়, কনসার্ট থেকে অর্জিত অর্থ সম্পূর্ণভাবে ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। গত ১২ নভেম্বর এই ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান এই কনসার্টের মূল আকর্ষণ। আয়োজকরা জানান, তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। এ ছাড়া কনসার্টে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, এবং র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নান স্বল্প পারিশ্রমিকে গান পরিবেশন করবেন।

কনসার্টের বিশেষ আয়োজন
কনসার্টে থাকবে শুধু সংগীত নয়, আরও বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম। এর মধ্যে রয়েছে জুলাই বিপ্লব নিয়ে গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোন এবং বিভিন্ন কর্নার।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাবে, তবে এর মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। আয়োজকরা জানান, অর্থনৈতিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন।

এই চ্যারিটি কনসার্টে অংশগ্রহণকারী প্রত্যেক দর্শক শুধু সংগীত উপভোগ করবেন না, তারা একটি মহৎ উদ্দেশ্যেও অংশ নেবেন।