ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ‘পাইপ এনামুল’ গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • 113

রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এনামুল হক সরকারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এনামুল হক সরকার উপজেলার দেউলা গ্রামের ফজলুর রহমান ডালিমের ছেলে। তিনি ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাবার সঙ্গে পাইপের ব্যবসা করার কারণে তিনি এলাকায় ‘পাইপ এনামুল’ নামে পরিচিত। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে তিনি লাঠি ও পাইপ সরবরাহ করে আলোচিত হন।

পুলিশ জানায়, এনামুলের নেতৃত্বে একদল তরুণ লোহার পাইপ নিয়ে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট ভবানীগঞ্জ বাজারে মহড়া দেন। কিছু স্থানে হামলাও চালানো হয়। তার নেতৃত্বে লোহার পাইপ নিয়ে মহড়া দেওয়া এবং ছাত্রদের ধাওয়া করার ভিডিও ৫ আগস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অন্যদের সঙ্গে এনামুল হককে সাদা রঙের টি–শার্ট পরা অবস্থায় লোহার পাইপ নিয়ে মহড়া দিতে দেখা গেছে। গত ১৮ জুলাই তিনি একইভাবে মহড়া দিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এনামুল হক সরকার গা ঢাকা দেন। বিক্ষুব্ধ লোকজন ভবানীগঞ্জ বাজারে তালা দেওয়া তার একেটি দোকানে ভাঙচুর চালান। কয়েক দিন আগে এনামুল এলাকায় ফিরে সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলেন। এমন অবস্থায় তিনি গ্রেপ্তার হলেন। সম্প্রতি এনামুলের বিরুদ্ধে তার এক স্বজনের একটি দোকানঘর দখলেরও অভিযোগ উঠেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় এনামুল হক সরকারকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ‘পাইপ এনামুল’ গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এনামুল হক সরকারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এনামুল হক সরকার উপজেলার দেউলা গ্রামের ফজলুর রহমান ডালিমের ছেলে। তিনি ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাবার সঙ্গে পাইপের ব্যবসা করার কারণে তিনি এলাকায় ‘পাইপ এনামুল’ নামে পরিচিত। গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের দমাতে তিনি লাঠি ও পাইপ সরবরাহ করে আলোচিত হন।

পুলিশ জানায়, এনামুলের নেতৃত্বে একদল তরুণ লোহার পাইপ নিয়ে গত ১৮ জুলাই ও ৫ আগস্ট ভবানীগঞ্জ বাজারে মহড়া দেন। কিছু স্থানে হামলাও চালানো হয়। তার নেতৃত্বে লোহার পাইপ নিয়ে মহড়া দেওয়া এবং ছাত্রদের ধাওয়া করার ভিডিও ৫ আগস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অন্যদের সঙ্গে এনামুল হককে সাদা রঙের টি–শার্ট পরা অবস্থায় লোহার পাইপ নিয়ে মহড়া দিতে দেখা গেছে। গত ১৮ জুলাই তিনি একইভাবে মহড়া দিয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এনামুল হক সরকার গা ঢাকা দেন। বিক্ষুব্ধ লোকজন ভবানীগঞ্জ বাজারে তালা দেওয়া তার একেটি দোকানে ভাঙচুর চালান। কয়েক দিন আগে এনামুল এলাকায় ফিরে সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলেন। এমন অবস্থায় তিনি গ্রেপ্তার হলেন। সম্প্রতি এনামুলের বিরুদ্ধে তার এক স্বজনের একটি দোকানঘর দখলেরও অভিযোগ উঠেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় এনামুল হক সরকারকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।