মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
একই সময় গোপলগঞ্জের তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি। চলতি মৌসুমে এটিও এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় দেশের ও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। তীব্র কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়া আর সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে।
এদিকে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে গোপালগঞ্জে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’