ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ‘অনুমতি’ না নেওয়ায় জামায়াতের কর্মী সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • 390

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির অনুমতি না নেওয়ায় জামায়াতের কর্মী সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। হামলায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর)  সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে এ ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন, ‘বিকেলে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি স্কুল মাঠে কর্মী সমাবেশ চলছিল। এসময় এলাকার স্থানীয় বিএনপি নেতা শাহ আলম অনুষ্ঠান স্থলে এসে জামায়াত নেতাদের হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলেন, আমাদের না জানিয়ে অনুষ্ঠান করা যাবে না। তখন আমাদের সংগঠনের নেতাকর্মীরা বুঝিয়ে তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এর কিছুক্ষণ পর মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। এসময় তিনি বলেন, আপনারা যে দলের হোন না কেন এখানে অনুষ্ঠান করতে হলে আমাদের অনুমতি নিতে হবে।’

জনপ্রিয় সংবাদ

বিএনপির ‘অনুমতি’ না নেওয়ায় জামায়াতের কর্মী সমাবেশে হামলা, সাংবাদিকসহ আহত ১০

আপডেট সময় ০৮:৪৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির অনুমতি না নেওয়ায় জামায়াতের কর্মী সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। হামলায় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর)  সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুলে এ ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন, ‘বিকেলে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি স্কুল মাঠে কর্মী সমাবেশ চলছিল। এসময় এলাকার স্থানীয় বিএনপি নেতা শাহ আলম অনুষ্ঠান স্থলে এসে জামায়াত নেতাদের হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলেন, আমাদের না জানিয়ে অনুষ্ঠান করা যাবে না। তখন আমাদের সংগঠনের নেতাকর্মীরা বুঝিয়ে তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এর কিছুক্ষণ পর মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল লাঠিসোটা ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। এসময় তিনি বলেন, আপনারা যে দলের হোন না কেন এখানে অনুষ্ঠান করতে হলে আমাদের অনুমতি নিতে হবে।’