ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর বাবাকে হারিয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সামান্থার বাবা জোসেফ প্রভু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
আজ সন্ধ্যায় সামান্থা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “বাবা, যতক্ষণ না তোমার সঙ্গে পুনরায় দেখা হয়।” এই পোস্টের সঙ্গে ভাঙা হৃদয়ের একটি ইমোজি যুক্ত করেছেন এই অভিনেত্রী।
তেলেগু সিনেমার অভিনেতা তেজা সাজ্জা মাইক্রোব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার) একটি শোকবার্তা প্রকাশ করেন। তিনি লেখেন, “আপনি আপনার বাবার সঙ্গে ভাগ করা স্মৃতিতে শান্তি খুঁজে পেতে পারেন। সামান্থা রুথ প্রভু এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
জোসেফ প্রভু ছিলেন তেলেগু অ্যাংলো-ইন্ডিয়ান, আর তার স্ত্রী নিনেট সিরিয়ান মালায়ালি। এই দম্পতির একমাত্র কন্যা সামান্থা রুথ প্রভু ১৯৮৭ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন।
সামান্থার জীবনে তাঁর বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমায় নিজের পথচলার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাবার সমর্থন এবং সাহসিকতা সম্পর্কে বহুবার কথা বলেছেন এই অভিনেত্রী। ২০১০ সালে চলচ্চিত্রে অভিষেকের পর সামান্থা বাবার প্রেরণা ও সমর্থনকে নিজের সাফল্যের পেছনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সামান্থার বাবার প্রয়াণে চলচ্চিত্রাঙ্গন থেকে শুরু করে তাঁর ভক্তরাও গভীর শোক প্রকাশ করেছেন।