ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হেরে যা জানালো অধিনায়ক মিরাজ

  • লিমন হোসেন
  • আপডেট সময় ১০:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • 56

ওয়ানডে ফরম্যাটেই বিগত ১ দশক ধরে নিজেদের সেরা ছন্দ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যটাও ছিল দারুণ। বিগত ১০ বছর ধরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজ হারেনি বাংলাদেশ। এমনকি সব ফরম্যাট মিলিয়ে টানা ১১ ম্যাচ ছিল অপরাজিত।

দুই বছর আগেও ক্যারিবিয়ানদের তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে টানা দুই ওয়ানডে হেরে এবারে সিরিজই বিসর্জন দিয়ে এসেছে তারা। প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখালেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ম্যাচের এক পর্যায়ে দলীয় ১০০ রান পেরুবার আগেই ৬ উইকেট হারায় টাইগাররা।

ম্যাচের শেষে অধিনায়ক মিরাজও কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদের। এমন পিচে ৩০০ রান করা উচিত ছিল বলে মন্তব্য বাংলাদেশ অধিনায়কের, ‘৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

মিরাজ নিজেও অকপটে স্বীকার করে নিলেন বড় জুটি না থাকার কথা, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাল ক্যারিবীয়রা
ব্যাটিং বিপর্যয়ের মাঝেও রেকর্ড গড়লেন রিয়াদ-সাকিব
তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ।

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বাড়িতে মিলল মাদক ও টাকা, আটক স্ত্রী-ছেলে

ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হেরে যা জানালো অধিনায়ক মিরাজ

আপডেট সময় ১০:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে ফরম্যাটেই বিগত ১ দশক ধরে নিজেদের সেরা ছন্দ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যটাও ছিল দারুণ। বিগত ১০ বছর ধরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজ হারেনি বাংলাদেশ। এমনকি সব ফরম্যাট মিলিয়ে টানা ১১ ম্যাচ ছিল অপরাজিত।

দুই বছর আগেও ক্যারিবিয়ানদের তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে টানা দুই ওয়ানডে হেরে এবারে সিরিজই বিসর্জন দিয়ে এসেছে তারা। প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখালেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ম্যাচের এক পর্যায়ে দলীয় ১০০ রান পেরুবার আগেই ৬ উইকেট হারায় টাইগাররা।

ম্যাচের শেষে অধিনায়ক মিরাজও কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদের। এমন পিচে ৩০০ রান করা উচিত ছিল বলে মন্তব্য বাংলাদেশ অধিনায়কের, ‘৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

মিরাজ নিজেও অকপটে স্বীকার করে নিলেন বড় জুটি না থাকার কথা, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাল ক্যারিবীয়রা
ব্যাটিং বিপর্যয়ের মাঝেও রেকর্ড গড়লেন রিয়াদ-সাকিব
তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ।