ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রুয়ার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক মহিউদ্দীনকে নওগাঁ উন্নয়ন ফোরামের সংবর্ধনা Logo খোকসা থানায় চোরাই ট্রলি গায়েব, ভুয়া স্ট্যাম্পে ধামাচাপা Logo চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মাইক্রোবাসটি,একই পরিবারের ৭ জন নিহত Logo মেহেরপুরের সড়কে ককটেল ফাটিয়ে গণডাকাতি Logo জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক বিএনপি প্রতিক্রিয়া জানাবে আজ Logo এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে Logo বিচারিক হত্যাকাণ্ড ‘শাহবাগ-আওয়ামী যৌথ প্রজেক্টের ফল’: ঢাবি শিবির সেক্রেটারি Logo বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে মাইক্রোবাস, নিহত ৭ Logo কক্সবাজার নয়, ওয়াশিংটনে আছেন পিটার হাস Logo ভারতে আকস্মিক বন্যায় ৯ সেনাসহ দেড় শতাধিক নিখোঁজ

পাবিপ্রবিতে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবণের পদার্থবিজ্ঞান বিভাগে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান।সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খাইরুল আলম।

সকাল ১০.৩০টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে পদার্থবিজ্ঞান বিভাগে গিয়ে শেষ হয় । এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড নজরুল ইসলাম,রিসোর্স পারসোন হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান। এতে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী ধারণা এবং গবেষণা প্রস্তাবনা প্রদর্শন করেন।

উপস্থাপনার মান ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

দুপুরের পর ফ্রেশার্স রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান এবং নাটকের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা হয়।

সন্ধ্যা ৫টা ১৫ মিনিট থেকে মাগরিবের বিরতির পর রাত ৯টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে। ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের একুশ শতকের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথকে আরও সুগম করেছে।

জনপ্রিয় সংবাদ

রুয়ার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক মহিউদ্দীনকে নওগাঁ উন্নয়ন ফোরামের সংবর্ধনা

পাবিপ্রবিতে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবণের পদার্থবিজ্ঞান বিভাগে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান।সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খাইরুল আলম।

সকাল ১০.৩০টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে পদার্থবিজ্ঞান বিভাগে গিয়ে শেষ হয় । এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড নজরুল ইসলাম,রিসোর্স পারসোন হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মিজানুর রহমান। এতে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী ধারণা এবং গবেষণা প্রস্তাবনা প্রদর্শন করেন।

উপস্থাপনার মান ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

দুপুরের পর ফ্রেশার্স রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান এবং নাটকের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা হয়।

সন্ধ্যা ৫টা ১৫ মিনিট থেকে মাগরিবের বিরতির পর রাত ৯টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে। ‘ফিজিক্স ফেস্ট-২০২৪’ শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কার্যক্রমে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের একুশ শতকের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথকে আরও সুগম করেছে।