সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-বশিরকে নিয়োগ দিয়েছে বিরোধী গোষ্ঠীগুলো। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।
আল-বশির বলেছেন, “আজ আমরা মন্ত্রিসভার বৈঠক করেছি যাতে ইদলিব এবং এর আশেপাশে কাজ করা আপৎকালীন সরকারের একটি দল এবং ক্ষমতাচ্যুত সরকারের লোকজন অন্তর্ভুক্ত ছিল। সরকারের তত্ত্বাবধানে ফাইল ও প্রতিষ্ঠান হস্তান্তরের শিরোনামে বৈঠকটি হয়।”
২০২৪ সালের জানুয়ারিতে ইদলিবভিত্তিক স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোহাম্মদ আল-বশির। তার মেয়াদে ই-গভর্নেন্সের প্রসার, রিয়েল এস্টেট ফি হ্রাস, এবং পরিকল্পনা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয়। ইদলিবে স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বশির প্রথমে সরকারের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে ইসলামি শিক্ষার পরিচালক হিসেবে এবং পরে ২০২২-২৩ পর্যন্ত উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বশিরের পিছনে দুটি পতাকা ছিল: গৃহযুদ্ধের সময় আসাদের বিরোধীদের তৈরি করা সবুজ, কালো ও সাদা পতাকা এবং কালো লেখায় ইসলামের কালিমার সাথে একটি সাদা পতাকা।