ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত হয় ঠিকানা নিউজ। সেখানে বর্তমানে চাকরি করেন আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তার উপস্থাপনায় প্রচারিত বিশ্লেষণধর্মী ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে।

এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুুক্ত হলেন বাংলাদেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। তিনি ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করতে চলেছেন। এর মাধ্যমে প্রথমবারের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখাচ্ছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক।

বর্তমানে নিউ ইয়র্কে আছেন জায়েদ খান। সেখান থেকে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘একটি বিনোদনমূলক অনুষ্ঠানে যুক্ত হচ্ছি। জীবনে প্রথমবার উপস্থাপনা করব। আনন্দটাই অন্যরকম। আসলে জীবনে যা কিছু প্রথম সবই স্পেশাল। দর্শক আমাকে উপস্থাপক হিসেবে কীভাবে গ্রহণ করেন সেটাই দেখার অপেক্ষায় আছি। আমি খুব এক্সাইটেড ও নার্ভাস।’

তিনি আরও বলেন, ‘দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির নানা বিষয় তুলে ধরব এই অনুষ্ঠানটির মাধ্যমে। কয়েকটি পর্ব নিয়ে শুরু করছি আয়োজনটি। দর্শক গ্রহণ করলে নিয়মিত করব। না হলে বন্ধ করে দেবো।’

‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। আমার অনুষ্ঠানটি দর্শক গ্রহণ করলে ভালো লাগবে। আমাকে এমন একটি আয়োজনে রাখার জন্য ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি ভালোবাসা’- যোগ করেন জায়েদ খান।

‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। তার কয়েকটি সিনেমার মধ্যে ‘সীমাহীন ভালোবাসা’, ‘প্রেম করব তোমার সাথে’, ‘নগর মাস্তান’, ‘অন্তর জ্বালা’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে ‘সোনার চর’ সিনেমায় দেখা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান

আপডেট সময় ০৫:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত হয় ঠিকানা নিউজ। সেখানে বর্তমানে চাকরি করেন আলোচিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। তার উপস্থাপনায় প্রচারিত বিশ্লেষণধর্মী ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে।

এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুুক্ত হলেন বাংলাদেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। তিনি ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মে একটি বিনোদনমূলক অনুষ্ঠান উপস্থাপনা করতে চলেছেন। এর মাধ্যমে প্রথমবারের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখাচ্ছেন ‘অন্তর জ্বালা’খ্যাত এই নায়ক।

বর্তমানে নিউ ইয়র্কে আছেন জায়েদ খান। সেখান থেকে অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘একটি বিনোদনমূলক অনুষ্ঠানে যুক্ত হচ্ছি। জীবনে প্রথমবার উপস্থাপনা করব। আনন্দটাই অন্যরকম। আসলে জীবনে যা কিছু প্রথম সবই স্পেশাল। দর্শক আমাকে উপস্থাপক হিসেবে কীভাবে গ্রহণ করেন সেটাই দেখার অপেক্ষায় আছি। আমি খুব এক্সাইটেড ও নার্ভাস।’

তিনি আরও বলেন, ‘দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির নানা বিষয় তুলে ধরব এই অনুষ্ঠানটির মাধ্যমে। কয়েকটি পর্ব নিয়ে শুরু করছি আয়োজনটি। দর্শক গ্রহণ করলে নিয়মিত করব। না হলে বন্ধ করে দেবো।’

‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। আমার অনুষ্ঠানটি দর্শক গ্রহণ করলে ভালো লাগবে। আমাকে এমন একটি আয়োজনে রাখার জন্য ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি ভালোবাসা’- যোগ করেন জায়েদ খান।

‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। তার কয়েকটি সিনেমার মধ্যে ‘সীমাহীন ভালোবাসা’, ‘প্রেম করব তোমার সাথে’, ‘নগর মাস্তান’, ‘অন্তর জ্বালা’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে ‘সোনার চর’ সিনেমায় দেখা গেছে।