অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের অপতৎপরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা এবং চট্টগ্রামে মসজিদে হামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রসমাজ।
বুধবার (২৭নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা- ফ্যাসিবাদের সঙ্গী, ইসকন তুই জঙ্গী; ইসকনের বিরুদ্ধে,ডাইরেক্ট একশন;দিল্লী না ঢাকা,ঢাকা ঢাকাসহ অন্যান্য স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাগনভূঞা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসাইন ফাহিম,দাগনভূঞা উপজেলা ছাত্রদল সভাপতি সায়মুন হক রাজিব,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাগনভূঞা উপজেলা প্রতিনিধি তানভীর বিন হোসাইন, সরকারি ইকবাল কলেজ ছাত্রদল আহবায়ক আমজাদ পারজেল।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও তাদের দোসরদের হুশিয়ারি করেন এবং অনতিবিলম্বে ইসকন কে জঙ্গি সংগঠন ঘোষণা কোরে নিষিদ্ধ করে চট্রগ্রামের আইনজীবী হত্যাসহ সারাদেশের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দাগনভূঞা উপজেলা ছাত্রদল, ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।