ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত ও সারজিস আলম

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত ও সারজিস আলম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগামী ট্রাক। তবে ওই সময় তাদের দু’জন ওই প্রাইভেট কারে ছিলেন না।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার এএসআই মো. আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে একটি দ্রুতগামী ট্রাক প্রাইভেটকাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেট কারটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, “সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ ওই প্রাইভেটকারে করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। তবে ফেরার সময় অন্য গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় কবলিত কারটি তাদের গাড়ি বহরের সাথেই ছিল। তারা দুজনেই অক্ষত রয়েছেন।”

ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এএসআই মো. আলিম।

 

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র মানা হবে না: শিবির সেক্রেটারি

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত ও সারজিস আলম

আপডেট সময় ০৯:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে একটি দ্রুতগামী ট্রাক। তবে ওই সময় তাদের দু’জন ওই প্রাইভেট কারে ছিলেন না।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার এএসআই মো. আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে একটি দ্রুতগামী ট্রাক প্রাইভেটকাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেট কারটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, “সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ ওই প্রাইভেটকারে করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। তবে ফেরার সময় অন্য গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় কবলিত কারটি তাদের গাড়ি বহরের সাথেই ছিল। তারা দুজনেই অক্ষত রয়েছেন।”

ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এএসআই মো. আলিম।