ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

সকলের অধিকার নিশ্চত হবে এমন সমাজ গড়তে চাই: জামায়াত আমির

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন ‘আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে সকলের অধিকার নিশ্চত করা হবে। যে সমাজে সুন্দর, ন্যায়, ইনসাফ ও মূল্যবোধের চর্চা হয় সে সমাজই ভালো থাকে। তখনই একটি সুখী, সমৃদ্ধ ও শাান্তির সমাজ গড়ে ওঠবে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে কাজ করার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। আর মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। কিন্তু দেশের প্রচলিত রাজনীতিতে এর কোনো প্রতিফলন দেখা যায় না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই শ্লোগান দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সে স্লোগান দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না। তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি। রাসূল সা: বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম।’

তিনি বলেন, ‘এখনো রাজধানীতে পুরোপুরি শীত আসেনি। কিন্তু আমরা অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না। আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আশা করছি, সকলে এই মহতি কাজে এগিয়ে আসবেন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।’

জামায়াতের কল্যাণকামী তৎপরতার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত মানুষের কল্যাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা প্রতিষ্ঠা করেছি। সাধারণ মানুষের জন্য মেডিক্যাল সার্ভিসও দিয়ে যাচ্ছি। আমরা অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির সেবা দিচ্ছি। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যেখানে মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াত ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম ও শাহ আলম তুহিন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

সকলের অধিকার নিশ্চত হবে এমন সমাজ গড়তে চাই: জামায়াত আমির

আপডেট সময় ১০:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন ‘আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে সকলের অধিকার নিশ্চত করা হবে। যে সমাজে সুন্দর, ন্যায়, ইনসাফ ও মূল্যবোধের চর্চা হয় সে সমাজই ভালো থাকে। তখনই একটি সুখী, সমৃদ্ধ ও শাান্তির সমাজ গড়ে ওঠবে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে-১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে কাজ করার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। আর মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। কিন্তু দেশের প্রচলিত রাজনীতিতে এর কোনো প্রতিফলন দেখা যায় না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই শ্লোগান দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সে স্লোগান দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না। তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি। রাসূল সা: বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম।’

তিনি বলেন, ‘এখনো রাজধানীতে পুরোপুরি শীত আসেনি। কিন্তু আমরা অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না। আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আশা করছি, সকলে এই মহতি কাজে এগিয়ে আসবেন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।’

জামায়াতের কল্যাণকামী তৎপরতার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত মানুষের কল্যাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা প্রতিষ্ঠা করেছি। সাধারণ মানুষের জন্য মেডিক্যাল সার্ভিসও দিয়ে যাচ্ছি। আমরা অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির সেবা দিচ্ছি। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যেখানে মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াত ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম ও শাহ আলম তুহিন প্রমুখ।