ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও কোরআন তুলে দিল ছাত্রশিবির Logo বিএনপি জনগণকে ভয় পায় না: ডা. এজেডএম জাহিদ Logo বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না: ওয়াকার-উজ-জামান Logo প্রকল্পগুলোতে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা Logo কুষ্টিয়ার কুমারখালীতে দুই সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ Logo পদ্মার ভয়াল স্রোতে মুন্সিগঞ্জে নদীভাঙন, বিলীন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান Logo চরফ্যাশনে শতাধিক এসএসসি শিক্ষার্থীদের এ-প্লাস সংবর্ধনা ছাত্রশিবির Logo প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন Logo বেলকুচিতে মেয়ের জামাইয়ের হাতে শশুর খুন

ইসলামই ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ: ড. রেজাউল করিম

ইসলামই ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ: ড. রেজাউল করিম

আওয়ামী-বাকশালীরা দেশের জনপ্রিয় জাতীয় নেতা ও বরেণ্য আলেম ওলামাদের নির্মমভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে দেশে এক ভয়ের রাজত্ব কায়েম করেছিলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানার নবীনগর ও চন্দ্রিমা উদ্যান এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য মায়াকান্না করলেও তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ভোটের অধিকার কেড়ে দেশে ফ্যাসীতন্ত্র কায়েম করেছিলো। ইসলাম ও ইসলামী মূল্যবোধ ছিল বাকশালীদের প্রধান প্রতিপক্ষ। তাদের শাসনামলেই দেশের ইসলামী তাহজীব- তামুদ্দনের উপর আঘাত করে নাস্তিক্যবাদ ও সমকামিতাকে প্রমোট করা হয়। অপশাসন- দুঃশাসন আওয়ামী শাসনের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, তারা দেশকে মেধা ও নেতৃত্বশূণ্য করার জন্যই দেশ বরেণ্য আলেমদের বিচারের নামে প্রহসন করে নির্মমভাবে হত্যা করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। কিন্তু এতো কিছুর পরও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র- জনতার যুগপৎ আন্দোলনে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে।

ঢাকা উত্তর জামায়াত সেক্রেটারি বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না এবং এখনো নয়। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হক্বের দাওয়াত দিয়েছে, তাদের ওপর নেমে এসেছে অবর্ণনীয় জুলুম- নির্যাতন। আর ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্যই হযরত হানজালা (রা)-এর মত বীর শহীদরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র-জনতার আন্দোলনকে অর্থবহ টেকসই করতে এবং দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রিয় সভাপতি।

মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন ও প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, মোহাম্মদপুর পশ্চিম থানা আমির মো. মাসুদুজ্জামান, উপস্থিত ছিলেন থানা শুরা সদস্য এবাদত হোসেন, নুরে আলম সিদ্দিক, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান, তাইয়্যেবুর রহমান, মারুফ বিল্লাহ, সাইফুর রহমান প্রমূখ।

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও কোরআন তুলে দিল ছাত্রশিবির

ইসলামই ছিল পতিত স্বৈরাচারের প্রধান প্রতিপক্ষ: ড. রেজাউল করিম

আপডেট সময় ০৬:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আওয়ামী-বাকশালীরা দেশের জনপ্রিয় জাতীয় নেতা ও বরেণ্য আলেম ওলামাদের নির্মমভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে দেশে এক ভয়ের রাজত্ব কায়েম করেছিলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানার নবীনগর ও চন্দ্রিমা উদ্যান এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য মায়াকান্না করলেও তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ভোটের অধিকার কেড়ে দেশে ফ্যাসীতন্ত্র কায়েম করেছিলো। ইসলাম ও ইসলামী মূল্যবোধ ছিল বাকশালীদের প্রধান প্রতিপক্ষ। তাদের শাসনামলেই দেশের ইসলামী তাহজীব- তামুদ্দনের উপর আঘাত করে নাস্তিক্যবাদ ও সমকামিতাকে প্রমোট করা হয়। অপশাসন- দুঃশাসন আওয়ামী শাসনের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, তারা দেশকে মেধা ও নেতৃত্বশূণ্য করার জন্যই দেশ বরেণ্য আলেমদের বিচারের নামে প্রহসন করে নির্মমভাবে হত্যা করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। কিন্তু এতো কিছুর পরও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র- জনতার যুগপৎ আন্দোলনে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে।

ঢাকা উত্তর জামায়াত সেক্রেটারি বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না এবং এখনো নয়। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হক্বের দাওয়াত দিয়েছে, তাদের ওপর নেমে এসেছে অবর্ণনীয় জুলুম- নির্যাতন। আর ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্যই হযরত হানজালা (রা)-এর মত বীর শহীদরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র-জনতার আন্দোলনকে অর্থবহ টেকসই করতে এবং দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রিয় সভাপতি।

মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন ও প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, মোহাম্মদপুর পশ্চিম থানা আমির মো. মাসুদুজ্জামান, উপস্থিত ছিলেন থানা শুরা সদস্য এবাদত হোসেন, নুরে আলম সিদ্দিক, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান, তাইয়্যেবুর রহমান, মারুফ বিল্লাহ, সাইফুর রহমান প্রমূখ।