চোখের জলে বিদায় জানিয়ে লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার তিন বছর পেরিয়ে গেছে। পিএসজি ঘুরে তার ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। তার কাম্প নউয়ে ফেরা নিয়ে অবশ্য গুঞ্জন ওঠে মাঝেমধ্যেই। আর্জেন্টাইন মহাতারকা আবারও বললেন, কোনো একদিন প্রিয় আঙিনায় ফিরবেন তিনি। তবে সেটা খেলোয়াড় হিসেবে নাকি অন্য কোনো ভূমিকায়, তা স্পষ্ট করেননি রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।
২০২১ সালের অগাস্টে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। যোগ দেন পিএসজিতে। পরে বিভিন্ন সময়ে তিনি জানান, খুব করেই স্প্যানিশ ক্লাবটিতে থেকে যেতে চেয়েছিলেন তিনি।
পিএসজি থেকে গত বছরের জুলাইয়ে মেসি যোগ দেন মেজর লিগ সকারের দল মায়ামিতে। ক্লাবটিতে এখনও চুক্তির এক বছর বাকি আছে ২০২২ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের।
কদিন আগে ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বার্সেলোনা। সেখানে ভিডিও বার্তা দেন মেসিও। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, বার্সেলোনার জন্য কোনো বার্তা আছে কি-না। তখনই পুরোনো ঠিকানায় ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
“আপনাদের (বার্সেলোনার) সবাইকে খুব মিস করি আমি। আশা করি, শিগগিরই আমরা একে অপরকে আবার দেখতে পাব। বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পেরে যে কেউ গর্ব বোধ করবে।”
বার্সেলোনায় দুই দশকের পথচলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড-কীর্তি গড়েছেন মেসি। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য। ফুটবলের সবুজ আঙিনায় উপহার দিয়েছেন জাদুকরি অনেক মুহূর্ত।
কাম্প নউয়ে প্রিয় মুহূর্তের প্রশ্নে দলীয় শিরোপাগুলোর কথাই তুলে ধরলেন ৩৭ বছর বয়সী তারকা।
“সত্যি বলতে অনেক বিশেষ মুহূর্ত ছিল। আমার সবচেয়ে বেশি যা মনে পড়ে, তা হলো, যে দলীয় শিরোপাগুলো আমরা জিতেছি। সেগুলো খুব বিশেষ মুহূর্ত ছিল এবং আমি খুব উপভোগ করেছি।”