ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিয়ানমারের ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে নিহতের সংখ্যা Logo চার দিনের চীন সফর শেষে বাংলাদেশের পথে প্রধান উপদেষ্টা Logo “নির্বাচন: কখনো মার্চ, কখনো জুন বলে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছ” Logo স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করতে খোলা ট্রাক-পিকআপে ছুটছে মানুষ Logo সাভারে ল্যাব হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, আটক ১ Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিবসহ গুলিবিদ্ধ ২

বিএনপি ও সহযোগী সংগঠনের অবরোধের দ্বিতীয় দিনে ফরিদপুরে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া (৫০) ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

বুধবার (১ নভেম্বর)দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, এ কে কিবরিয়ার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবরোধের দ্বিতীয় দিনে আজ বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনের উদ্যোগ নেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হামলা চালান। হামলাকারীদের ছোড়া ছররা গুলি কিবরিয়ার হাতে লাগে। এ ছাড়া ওই হামলায় আহত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম।

সৈয়দ মোদাররেছ আরও বলেন, গুলিবিদ্ধ কিবরিয়ার চিকিৎসা চলছে। তবে কোথায় চিকিৎসা নিচ্ছেন, তা বলতে অস্বীকৃতি জানান তিনি।

এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ বলেন, বাহিরদিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বাস ভাঙচুরের উদ্যোগ নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পালাতে গিয়ে কিবরিয়া বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে ড্রেনে পড়ে গিয়েছিলেন। এ কারণে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ওখানে বিএনপির সমর্থকেরা পিকেটিং করার চেষ্টা করছিলেন। ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে নিহতের সংখ্যা

ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিবসহ গুলিবিদ্ধ ২

আপডেট সময় ০৬:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বিএনপি ও সহযোগী সংগঠনের অবরোধের দ্বিতীয় দিনে ফরিদপুরে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া (৫০) ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

বুধবার (১ নভেম্বর)দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, এ কে কিবরিয়ার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবরোধের দ্বিতীয় দিনে আজ বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনের উদ্যোগ নেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হামলা চালান। হামলাকারীদের ছোড়া ছররা গুলি কিবরিয়ার হাতে লাগে। এ ছাড়া ওই হামলায় আহত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম।

সৈয়দ মোদাররেছ আরও বলেন, গুলিবিদ্ধ কিবরিয়ার চিকিৎসা চলছে। তবে কোথায় চিকিৎসা নিচ্ছেন, তা বলতে অস্বীকৃতি জানান তিনি।

এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ বলেন, বাহিরদিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বাস ভাঙচুরের উদ্যোগ নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পালাতে গিয়ে কিবরিয়া বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে ড্রেনে পড়ে গিয়েছিলেন। এ কারণে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন জায়গা ছিলে গেছে। গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ওখানে বিএনপির সমর্থকেরা পিকেটিং করার চেষ্টা করছিলেন। ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে।