প্রথমবার আয়োজিত গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর, ২০২৩) সকালে অনুষ্ঠিত লিগপর্বের শেষ ম্যাচে লাহোর কালান্দার্সকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে রংপুর ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলতেই বৃষ্টি নামে। বৃষ্টি যখন থামে তখন ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৯ ওভারে। সেখানে লাহোর কালান্দার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রান।
লাহোরের মিরাজ বাইগ, টম অ্যাবেল ও ফাহিম আশরাফ চেষ্টা করেও ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি। তাতে বৃষ্টি আইনে ২৩ রানের জয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও লাহোরকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে রংপুর। বাংলাদেশ সময় আগামীকাল শনিবার সকাল ৬টায় ফাইনালে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের দলটি।