ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত Logo স্বর্নের দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিল যুক্তরাজ্য

  • লিমন হোসেন
  • আপডেট সময় ১০:০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • 236

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ইউরোপ ও এর পশ্চিমামিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ চরমে উঠেছে। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং একে ‘অসঙ্গতিপূর্ণ ও ভিত্তিহীন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে নিজ দেশে গেলে গ্রেপ্তারের ইঙ্গিত করার দিয়েছে যুক্তরাজ্য। খবর আনাদুলু

বার্তা সংস্থা আনাদুলু বলছে, আইসিসি আদালতের মোট সদস্য রাষ্ট্র ১২৪টি দেশ। এদের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। ফলে এই আদালতের রায় অনুসারে কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে গ্রেপ্তার করতে হবে দেশটির। বৃহস্পতিবার এই রায় ঘোষণার পর ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ‘ওয়ান্টেড ম্যান’ নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টেরমারের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলে চলার যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে এটি সবসময় তা মেনে চলবে। তবে নেতানিয়াহুকে কী গ্রেপ্তার করা হবে? সরাসরি এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেছেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলব না।

এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোরভাবে এ প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, “আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি। যেটি পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত ও বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।”
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও বিষয়টি নিয়ে কথা বলেছেন। স্কাই নিউজেকে তিনি বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এটি আমার পক্ষে কোনও বিষয় নয়। আমি যা বলতে পারি তা হল যে স্পষ্টতই যুক্তরাজ্য সরকারের অবস্থান আগের মতোই আছে। আমরা বিশ্বাস করি গাজায় যুদ্ধবিরতির দিকে মনোযোগ দেয়া উচিত।” এছাড়া বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে উপস্থিত হয়ে, কুপার আইসিসির স্বাধীনতা এবং যুক্তরাজ্য সরকারের থেকে এর স্বতন্ত্র ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “আন্তর্জাতিক ফৌজদারি আদালত স্পষ্টতই স্বাধীন। আমরা আদালতের স্বাধীনতাকে সম্মান করি এবং আমরা এর ভূমিকা সম্পর্কে পরিষ্কার।

এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও বলেছেন, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দিয়ে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানা প্রয়োগ করি।” এছাড়া ইতালিও একই সুরে কথা বলেছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিল যুক্তরাজ্য

আপডেট সময় ১০:০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ইউরোপ ও এর পশ্চিমামিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ চরমে উঠেছে। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং একে ‘অসঙ্গতিপূর্ণ ও ভিত্তিহীন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে নিজ দেশে গেলে গ্রেপ্তারের ইঙ্গিত করার দিয়েছে যুক্তরাজ্য। খবর আনাদুলু

বার্তা সংস্থা আনাদুলু বলছে, আইসিসি আদালতের মোট সদস্য রাষ্ট্র ১২৪টি দেশ। এদের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। ফলে এই আদালতের রায় অনুসারে কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে গ্রেপ্তার করতে হবে দেশটির। বৃহস্পতিবার এই রায় ঘোষণার পর ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ‘ওয়ান্টেড ম্যান’ নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টেরমারের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলে চলার যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে এটি সবসময় তা মেনে চলবে। তবে নেতানিয়াহুকে কী গ্রেপ্তার করা হবে? সরাসরি এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেছেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলব না।

এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোরভাবে এ প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, “আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি। যেটি পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত ও বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।”
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও বিষয়টি নিয়ে কথা বলেছেন। স্কাই নিউজেকে তিনি বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এটি আমার পক্ষে কোনও বিষয় নয়। আমি যা বলতে পারি তা হল যে স্পষ্টতই যুক্তরাজ্য সরকারের অবস্থান আগের মতোই আছে। আমরা বিশ্বাস করি গাজায় যুদ্ধবিরতির দিকে মনোযোগ দেয়া উচিত।” এছাড়া বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে উপস্থিত হয়ে, কুপার আইসিসির স্বাধীনতা এবং যুক্তরাজ্য সরকারের থেকে এর স্বতন্ত্র ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “আন্তর্জাতিক ফৌজদারি আদালত স্পষ্টতই স্বাধীন। আমরা আদালতের স্বাধীনতাকে সম্মান করি এবং আমরা এর ভূমিকা সম্পর্কে পরিষ্কার।

এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও বলেছেন, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দিয়ে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানা প্রয়োগ করি।” এছাড়া ইতালিও একই সুরে কথা বলেছে।