ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘চব্বিশের ছাত্র আন্দোলনের নায়ক খুঁজলে প্রথম সারিতে থাকবে শিবির’

‘চব্বিশের ছাত্র আন্দোলনের নায়ক খুঁজলে প্রথম সারিতে থাকবে শিবির’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন চব্বিশের আন্দোলনে নায়ক খুঁজলে ছাত্রশিবির প্রথম সারিতে থাকবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, এ আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও হাজারো ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এ সফলতার মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও স্বাধীনতা ভোগ করা। এ সফলতার জন্য প্রথম ত্যাগী আবু সাইদ। আমরা সবাই এ আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন। যে শিবির করবে সৎ, দক্ষ, যোগ্য হবে। ছাত্রশিবির রাজনীতি চর্চা করে না। ছাত্রদের সঙ্গে নিয়ে কাজ করতে চায়।

মঞ্জুরুল ইসলাম বলেন, জাতির সামগ্রিক উন্নতিতে কোনো লিডারই কাজ করেনি। আমাদের দাস অনুদাসে করে তোলা হয়েছে। এটা রাষ্ট্রের বড় এক ত্রুটি। এ জায়গা থেকে বের হতে না পারায় যোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি। এটা জাতির সবচেয়ে বড় সংকট।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন

‘চব্বিশের ছাত্র আন্দোলনের নায়ক খুঁজলে প্রথম সারিতে থাকবে শিবির’

আপডেট সময় ১০:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন চব্বিশের আন্দোলনে নায়ক খুঁজলে ছাত্রশিবির প্রথম সারিতে থাকবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, এ আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও হাজারো ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণ ও আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এ সফলতার মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও স্বাধীনতা ভোগ করা। এ সফলতার জন্য প্রথম ত্যাগী আবু সাইদ। আমরা সবাই এ আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন। যে শিবির করবে সৎ, দক্ষ, যোগ্য হবে। ছাত্রশিবির রাজনীতি চর্চা করে না। ছাত্রদের সঙ্গে নিয়ে কাজ করতে চায়।

মঞ্জুরুল ইসলাম বলেন, জাতির সামগ্রিক উন্নতিতে কোনো লিডারই কাজ করেনি। আমাদের দাস অনুদাসে করে তোলা হয়েছে। এটা রাষ্ট্রের বড় এক ত্রুটি। এ জায়গা থেকে বের হতে না পারায় যোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি। এটা জাতির সবচেয়ে বড় সংকট।