ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-আইসিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • 0 Views

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষাপ্রধান ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পাশাপাশি হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারকরা। সূত্র: রয়টার্সের।

আইসিসির প্রসিকিউটর করিম খানের করা আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের সঙ্গে জড়িত থাকার অপরাধের জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন।

তবে ইসরায়েল হেগ-ভিত্তিক আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে এবং গাজায় যুদ্ধাপরাধ অস্বীকার করেছে। ইসরায়েল আদবি করেছে, তারা আল-মাসরিকে বিমান হামলায় হত্যা করেছে তবে হামাস এটি নিশ্চিত বা অস্বীকার করেনি। হামাসের এই নেতা মোহাম্মদ দেইফ নামেও পরিচিত।

এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। মূলত গাজায় ‘অবিলম্বে ও নিঃশর্তে’ ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ। এতে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল।

প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে।’ তবে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া। একটি যুদ্ধবিরতি অনেক প্রাণ রক্ষা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা এক বছর আগেও সত্য ছিল, এখনো তা আরও বেশি সত্য। একটি যুদ্ধবিরতি সবকিছুর সুরাহা করতে পারবে না, কিন্তু যেকোনো সুরাহার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ।’ আর গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

উল্লেখ, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা চারটি প্রস্তাবেই ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-আইসিসি

আপডেট সময় ০৯:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষাপ্রধান ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পাশাপাশি হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারকরা। সূত্র: রয়টার্সের।

আইসিসির প্রসিকিউটর করিম খানের করা আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের সঙ্গে জড়িত থাকার অপরাধের জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন।

তবে ইসরায়েল হেগ-ভিত্তিক আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে এবং গাজায় যুদ্ধাপরাধ অস্বীকার করেছে। ইসরায়েল আদবি করেছে, তারা আল-মাসরিকে বিমান হামলায় হত্যা করেছে তবে হামাস এটি নিশ্চিত বা অস্বীকার করেনি। হামাসের এই নেতা মোহাম্মদ দেইফ নামেও পরিচিত।

এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। মূলত গাজায় ‘অবিলম্বে ও নিঃশর্তে’ ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ। এতে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল।

প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে।’ তবে যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া। একটি যুদ্ধবিরতি অনেক প্রাণ রক্ষা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা এক বছর আগেও সত্য ছিল, এখনো তা আরও বেশি সত্য। একটি যুদ্ধবিরতি সবকিছুর সুরাহা করতে পারবে না, কিন্তু যেকোনো সুরাহার ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ।’ আর গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

উল্লেখ, গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা চারটি প্রস্তাবেই ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।