ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

পাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রশিবির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • 0 Views

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবনা শহর শাখার উদ্যোগে পাবনার রত্মদ্বীপ রিসোর্টে দুইশত পঞ্চাশজন শিক্ষার্থী নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইনমূলক বই,মোটিভেশনাল বই,ডায়েরি,কলম, ফুল এবং টি-শার্ট দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনী সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুই ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাইমেনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রকাশনী সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘আজকে আমরা যাদের নিয়ে এ অনুষ্ঠান করছি তাদের কাছে প্রত্যাশা তারা এ দেশ এবং জাতির জন্য তৈরি হবে। সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকেই আপনাদের পড়াশোনা শুরু করতে হবে। ক্লাসে কীভাবে ভালো ফলাফল করা যায় সে জন্য শিক্ষক, সিনিয়রদের পরামর্শ নিতে হবে। ক্লাসে নিয়মিত পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তবে আপনাদেরকে শুধু পড়াশোনার মধ্যে থাকলেই হবেনা। পড়াশোনার পাশাপাশি আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে যুক্ত হবে। যার যেটা ভালো লাগে সেই ধরনের ক্লাবে যুক্ত হয়ে যাবেন, যাতে আপনি পড়াশোনার বাইরের জগতটা জানতে পারেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিকল্প নাই। তবে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। দক্ষতা উন্নয়ন ছাড়া বর্তমান পৃথিবীতে টিকে থাকা কঠিন।’

তিনি আরো বলেন, ‘ছাত্রশিবির এদেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি প্রতিটি সেক্টরে সৎ ও দক্ষ লোক তৈরী করার। আমরা বৈষম্যমুক্ত একটা সমাজের স্বপ্ন দেখি, সে জন্য আপনাদের তরুণদের আমাদের বেশি প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে তরুণদের অবদান অনস্বীকার্য। জুলাই-আগস্টে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশের ছাত্র-জনতার আন্দোলন। শিবির এই আন্দোলনকে কখনো নিজেদের একার দাবি করেনা। তবে শিবির আন্দোলনে শিবির শিবিরের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে। জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দলাদলি করা হচ্ছে। আমরা বলবো শহীদদের নিয়ে দলাদলি বন্ধ হোক, শহীদরা সবার।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাইমেনুল ইসলাম, পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন।

 

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

পাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রশিবির

আপডেট সময় ০৮:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবনা শহর শাখার উদ্যোগে পাবনার রত্মদ্বীপ রিসোর্টে দুইশত পঞ্চাশজন শিক্ষার্থী নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইনমূলক বই,মোটিভেশনাল বই,ডায়েরি,কলম, ফুল এবং টি-শার্ট দিয়ে নবীণ শিক্ষার্থীদের বরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনী সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুই ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাইমেনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রকাশনী সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘আজকে আমরা যাদের নিয়ে এ অনুষ্ঠান করছি তাদের কাছে প্রত্যাশা তারা এ দেশ এবং জাতির জন্য তৈরি হবে। সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকেই আপনাদের পড়াশোনা শুরু করতে হবে। ক্লাসে কীভাবে ভালো ফলাফল করা যায় সে জন্য শিক্ষক, সিনিয়রদের পরামর্শ নিতে হবে। ক্লাসে নিয়মিত পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তবে আপনাদেরকে শুধু পড়াশোনার মধ্যে থাকলেই হবেনা। পড়াশোনার পাশাপাশি আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে যুক্ত হবে। যার যেটা ভালো লাগে সেই ধরনের ক্লাবে যুক্ত হয়ে যাবেন, যাতে আপনি পড়াশোনার বাইরের জগতটা জানতে পারেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিকল্প নাই। তবে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। দক্ষতা উন্নয়ন ছাড়া বর্তমান পৃথিবীতে টিকে থাকা কঠিন।’

তিনি আরো বলেন, ‘ছাত্রশিবির এদেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি প্রতিটি সেক্টরে সৎ ও দক্ষ লোক তৈরী করার। আমরা বৈষম্যমুক্ত একটা সমাজের স্বপ্ন দেখি, সে জন্য আপনাদের তরুণদের আমাদের বেশি প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে তরুণদের অবদান অনস্বীকার্য। জুলাই-আগস্টে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশের ছাত্র-জনতার আন্দোলন। শিবির এই আন্দোলনকে কখনো নিজেদের একার দাবি করেনা। তবে শিবির আন্দোলনে শিবির শিবিরের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে। জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দলাদলি করা হচ্ছে। আমরা বলবো শহীদদের নিয়ে দলাদলি বন্ধ হোক, শহীদরা সবার।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাইমেনুল ইসলাম, পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন।