ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু Logo নীলফামারীতে শিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo গ্রেড ও বেতন নিয়ে প্রাথমিক শিক্ষকদের বড় সুখবর Logo মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত Logo বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত Logo তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ Logo সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন Logo জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে :মেজর হাফিজ Logo ফুটপাতে পড়ে থাকা ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ Logo মৌলভীবাজারে হার্ডওয়্যার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধর্ষণ মামলা থেকে বাঁচতে বিয়ে, অতঃপর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ধর্ষণ মামলা থেকে বাঁচতে বিয়ে, অতঃপর স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শামীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে দাউদকান্দি উপজেলার হাট চান্দিনা গ্রামে তাকে হত্যা করা হয। আজ বুধবার (২০ নভেম্বর) বিকালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীমার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী মাসুদ ওরফে মাসুমের হাতে খুন হয়েছেন শামীমা। এ ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছেন। অভিযুক্ত মাসুদ উপজেলার মাওরাবাড়ী গ্রামের বাসিন্দা।

শামীমার বড় বোন তাছলিমা আক্তার বলেন, শামীমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এর মধ্যে মাসুদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে শামীমাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন মাসুদ। পরে মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলা থেকে রক্ষা পেতে চার বছর আগে শামীমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে মাসুদকে নিয়ে চান্দিনা গ্রামে বাবার ভাড়া বাড়িতে থাকতেন শামীমা। তাঁদের দুই সন্তান আছে।

খুনের বিষয়ে তাছলিমা বলেন, রাত সাড়ে ১০টার দিকে তিন মাস বয়সী ছেলেকে দুধ পান করাচ্ছিলেন শামীমা। এ সময় পারিবারিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মাসুদ। একপর্যায়ে শামীমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে পালিয়ে যান তিনি। পরে শামীমাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

বরিশালের সড়ক দূর্ঘটনায় জামায়াত নেতার মর্মান্তিক মৃত্যু

ধর্ষণ মামলা থেকে বাঁচতে বিয়ে, অতঃপর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শামীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে দাউদকান্দি উপজেলার হাট চান্দিনা গ্রামে তাকে হত্যা করা হয। আজ বুধবার (২০ নভেম্বর) বিকালে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীমার পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী মাসুদ ওরফে মাসুমের হাতে খুন হয়েছেন শামীমা। এ ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছেন। অভিযুক্ত মাসুদ উপজেলার মাওরাবাড়ী গ্রামের বাসিন্দা।

শামীমার বড় বোন তাছলিমা আক্তার বলেন, শামীমার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এর মধ্যে মাসুদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে শামীমাকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন মাসুদ। পরে মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলা থেকে রক্ষা পেতে চার বছর আগে শামীমাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে মাসুদকে নিয়ে চান্দিনা গ্রামে বাবার ভাড়া বাড়িতে থাকতেন শামীমা। তাঁদের দুই সন্তান আছে।

খুনের বিষয়ে তাছলিমা বলেন, রাত সাড়ে ১০টার দিকে তিন মাস বয়সী ছেলেকে দুধ পান করাচ্ছিলেন শামীমা। এ সময় পারিবারিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মাসুদ। একপর্যায়ে শামীমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে পালিয়ে যান তিনি। পরে শামীমাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।