ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর প্রতিযোগিতায় ১ম স্থান আহমদিয়া হাফেজিয়া মাদরাসা

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় দাগনভুঞা উপজেলায় ১ম স্থানসহ ১৩টি ইভেন্টে ১ম,২য়,৩য় স্থান অর্জন করে ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

অর্ধশতাধিক বছরে হাজার হাজার ছাত্র কুরআনে হাফেজ হয়েছে এই প্রতিষ্ঠানে। পড়ালিখার মান এবং বৃত্তি পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করে অত্র অঞ্চলে এই প্রতিষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে হেফজ ও দাখিল বিভাগ সহ সকল বিভাগে প্রায় ১৫০০ ছাত্রছাত্রী পড়ালিখা করছে।

মঙ্গলবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ১৮টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ৫৪ জন শিক্ষার্থী পুরো উপজেলায় কৃতিত্ব অর্জন করে। তন্মধ্যে দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার ৯ জন শিক্ষার্থী ১ম স্থান সহ ১৩টি ইভেন্টে বিজয়ী হয়।

কৃতি শিক্ষার্থীরা হলেন মাহবুব নুর নাবিল খ গ্রুপ ক্বিরাতে ১ম, আরাফাত রহমান খ গ্রুপ আযানে ১ম, কাজি আবদুল্লাহ আল হাসিব ক গ্রুপ আযানে ১ম, কাজি আবদুল্লাহ আল হাসিব ক গ্রুপ ইসলামি সংগীতে ১ম,মিফতাহুল জান্নাত খ গ্রুপ ইসলামি সংগীতে ১ম,নাজিবা মেহজাবিন নুহা খ গ্রুপ রচনায় ১ম,জান্নাতুল রাফরাফিন খ গ্রুপ ক্বিরাতে ১ম,আরাফাত রহমান খ গ্রুপ ক্বিরাতে ২য়,জান্নাতুল মাওয়া ইশা ক গ্রুপ কবিতা আবৃত্তিতে ২য়, মোস্তফা হোসেন আদনান ক গ্রুপ ক্বিরাতে ২য়,জান্নাতুল আদনান খ গ্রুপ উপস্থিত বক্তৃতায় ৩য়, জান্নাতুল আদনান খ গ্রুপ কবিতা আবৃত্তিতে ৩য়,জান্নাতুল আদনান খ গ্রুপ ক্বিরাতে ৩য় স্থান অধিকার করে।

এ প্রসঙ্গে দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা প্রধান শিক্ষক এবং মিফতাহুল জান্নাত দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমাম উদ্দিন জানান,আল্লাহ তায়ালা কৃতি শিক্ষার্থীদের দুনিয়া আখিরাত সুন্দর ও সহজ করুক। মহান আল্লাহর খাঁটি গোলাম হিসেবে আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কারের জন্য কবুল করুক।এই বিশাল ফলাফলে আমার প্রিয় সহযোদ্ধা সম্মানিত শিক্ষক শিক্ষিকা সহ সকল অভিভাবক শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা। আপনারা আমার পাশে আছেন, আল্লাহ তায়ালা কবুল করুক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা

ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর প্রতিযোগিতায় ১ম স্থান আহমদিয়া হাফেজিয়া মাদরাসা

আপডেট সময় ০৮:১৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় দাগনভুঞা উপজেলায় ১ম স্থানসহ ১৩টি ইভেন্টে ১ম,২য়,৩য় স্থান অর্জন করে ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

অর্ধশতাধিক বছরে হাজার হাজার ছাত্র কুরআনে হাফেজ হয়েছে এই প্রতিষ্ঠানে। পড়ালিখার মান এবং বৃত্তি পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করে অত্র অঞ্চলে এই প্রতিষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে হেফজ ও দাখিল বিভাগ সহ সকল বিভাগে প্রায় ১৫০০ ছাত্রছাত্রী পড়ালিখা করছে।

মঙ্গলবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ১৮টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ৫৪ জন শিক্ষার্থী পুরো উপজেলায় কৃতিত্ব অর্জন করে। তন্মধ্যে দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার ৯ জন শিক্ষার্থী ১ম স্থান সহ ১৩টি ইভেন্টে বিজয়ী হয়।

কৃতি শিক্ষার্থীরা হলেন মাহবুব নুর নাবিল খ গ্রুপ ক্বিরাতে ১ম, আরাফাত রহমান খ গ্রুপ আযানে ১ম, কাজি আবদুল্লাহ আল হাসিব ক গ্রুপ আযানে ১ম, কাজি আবদুল্লাহ আল হাসিব ক গ্রুপ ইসলামি সংগীতে ১ম,মিফতাহুল জান্নাত খ গ্রুপ ইসলামি সংগীতে ১ম,নাজিবা মেহজাবিন নুহা খ গ্রুপ রচনায় ১ম,জান্নাতুল রাফরাফিন খ গ্রুপ ক্বিরাতে ১ম,আরাফাত রহমান খ গ্রুপ ক্বিরাতে ২য়,জান্নাতুল মাওয়া ইশা ক গ্রুপ কবিতা আবৃত্তিতে ২য়, মোস্তফা হোসেন আদনান ক গ্রুপ ক্বিরাতে ২য়,জান্নাতুল আদনান খ গ্রুপ উপস্থিত বক্তৃতায় ৩য়, জান্নাতুল আদনান খ গ্রুপ কবিতা আবৃত্তিতে ৩য়,জান্নাতুল আদনান খ গ্রুপ ক্বিরাতে ৩য় স্থান অধিকার করে।

এ প্রসঙ্গে দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা প্রধান শিক্ষক এবং মিফতাহুল জান্নাত দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমাম উদ্দিন জানান,আল্লাহ তায়ালা কৃতি শিক্ষার্থীদের দুনিয়া আখিরাত সুন্দর ও সহজ করুক। মহান আল্লাহর খাঁটি গোলাম হিসেবে আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কারের জন্য কবুল করুক।এই বিশাল ফলাফলে আমার প্রিয় সহযোদ্ধা সম্মানিত শিক্ষক শিক্ষিকা সহ সকল অভিভাবক শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা। আপনারা আমার পাশে আছেন, আল্লাহ তায়ালা কবুল করুক।