ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব Logo সিরাজগঞ্জে ৫০০ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সামগ্রী Logo ফের নাফ নদী থেকে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Logo ডাকসু নির্বাচনে বাধা এলে সবাইকে ডেকে সবকিছু বলে দেব: ঢাবি উপাচার্য Logo কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Logo বিধিমালা ভঙ্গের পরও হামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কমিশন: বাকের Logo জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: জি কে গউছ Logo মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা Logo এখন জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে: নুর

বগুড়ায় হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু!

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। মামুনুর রশিদ সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথীরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবারও হোটেল থেকে বের হন।

হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার রাত ১০টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

বগুড়ায় হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু!

আপডেট সময় ০৮:১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। মামুনুর রশিদ সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথীরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবারও হোটেল থেকে বের হন।

হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার রাত ১০টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।।