ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২৬ সালের আসরের বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার (২০ নভেম্বর) ভোর ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। ভোর ৬টা ৪৫ মিনিটের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ তাদের গ্রুপের শীর্ষ দল উরুগুয়ে।

এই ম্যাচে দুই দলের সামনেই কঠিন লড়াই অপেক্ষা করছে। আর্জেন্টিনা আছে মোটামুটি ভালো অবস্থায়। তবে লিওনেল মেসিদের তুলনায় ব্রাজিলের অবস্থা একটু বেশি নাজুক। সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। জয় পায়নি ব্রাজিলও, তারা ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে।

পেরুর বিপক্ষে জয়েই চোখ রাখছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে প্রতিপক্ষর আগে তাদের নিজেদের দল নিয়েই ভাবতে হচ্ছে। চোটে পড়েছেন গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার নিকোলাস গনজালেস, জেমান পেজেরা, লিসান্দ্রো মার্টিনেজ, মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। তবে আশা হারাচ্ছেনা না মেসিরা।

অন্যদিকে পুরো বাছাইপর্ব টেনেটুনে এগোচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা যেন এবার তাদের ছন্দই খুঁজে পাচ্ছে না। এমন অবস্থায় এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। যারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে লড়ছে আর্জেন্টিনার সঙ্গেও। উরুগুয়ের সঙ্গে সবশেষ দেখাতেও ব্রাজিলের সুখস্মৃতি নেই।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট সময় ০৮:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ফিফা ফুটবল বিশ্বকাপের ২০২৬ সালের আসরের বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার (২০ নভেম্বর) ভোর ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। ভোর ৬টা ৪৫ মিনিটের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ তাদের গ্রুপের শীর্ষ দল উরুগুয়ে।

এই ম্যাচে দুই দলের সামনেই কঠিন লড়াই অপেক্ষা করছে। আর্জেন্টিনা আছে মোটামুটি ভালো অবস্থায়। তবে লিওনেল মেসিদের তুলনায় ব্রাজিলের অবস্থা একটু বেশি নাজুক। সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। জয় পায়নি ব্রাজিলও, তারা ড্র করেছে ভেনেজুয়েলার সঙ্গে।

পেরুর বিপক্ষে জয়েই চোখ রাখছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে প্রতিপক্ষর আগে তাদের নিজেদের দল নিয়েই ভাবতে হচ্ছে। চোটে পড়েছেন গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার নিকোলাস গনজালেস, জেমান পেজেরা, লিসান্দ্রো মার্টিনেজ, মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। তবে আশা হারাচ্ছেনা না মেসিরা।

অন্যদিকে পুরো বাছাইপর্ব টেনেটুনে এগোচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা যেন এবার তাদের ছন্দই খুঁজে পাচ্ছে না। এমন অবস্থায় এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। যারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে লড়ছে আর্জেন্টিনার সঙ্গেও। উরুগুয়ের সঙ্গে সবশেষ দেখাতেও ব্রাজিলের সুখস্মৃতি নেই।