ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ময়মনসিংহে যৌথ তল্লাশি: বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩ Logo কাতারের পথে প্রধান উপদেষ্টা Logo উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা Logo চানখারপুলে গণহত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন Logo জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার Logo নেত্রকোনায় ভাই-ভাতিজার পিটুনিতে আ. লীগ নেতার মৃত্যু Logo ঢাকা বিভাগে আজ প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা Logo প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ Logo প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ Logo সংস্কারের মূল উদ্দেশ্য হলো ফ্যাসীবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রিয়াজ

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি না মানা হলে তিতুমীর ‘ক্লোজডাউন’

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি না মানা হলে তিতুমীর ‘ক্লোজডাউন’

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি ‘ক্লোজডাউন’ করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) রাতে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলাকালে সরকারি তিতুমীর কলেজে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না।

আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছেন তারা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার দুই দফা কর্মসূচি পালন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত মহাখালীতে মূল সড়ক ও রেললাইন অবরোধ করা হয়। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন। বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় দফায় সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর ফলে মহাখালীর আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টায় অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

একই দাবিতে শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধিদল রাতে সচিবালয়ের সামনে অনশনে বসেন। রাত ১০টার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার রূপরেখা প্রণয়ন করতে হবে।

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নোমান হাসান বলেছেন, আমাদের দাবি যৌক্তিক। আমাদের সিনিয়ররা দীর্ঘদিন ধরে এই এ আন্দোলন করে যাচ্ছেন। আমরা চাই, দ্রুত কমিশন গঠন করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হোক। আমরা দেশের সাধারণ মানুষদেরকে বারবার ভোগান্তিতে ফেলতে চাই না। কর্তৃপক্ষকে বলছি, দ্রুত আমাদের দাবি মেনে নিন, না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে যৌথ তল্লাশি: বাস থেকে মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৩

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি না মানা হলে তিতুমীর ‘ক্লোজডাউন’

আপডেট সময় ১১:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি ‘ক্লোজডাউন’ করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) রাতে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলাকালে সরকারি তিতুমীর কলেজে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না।

আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছেন তারা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার দুই দফা কর্মসূচি পালন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে দুপুর থেকে বিকেল পর্যন্ত মহাখালীতে মূল সড়ক ও রেললাইন অবরোধ করা হয়। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন। বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় দফায় সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর ফলে মহাখালীর আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টায় অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

একই দাবিতে শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধিদল রাতে সচিবালয়ের সামনে অনশনে বসেন। রাত ১০টার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার রূপরেখা প্রণয়ন করতে হবে।

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে তিতুমীর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নোমান হাসান বলেছেন, আমাদের দাবি যৌক্তিক। আমাদের সিনিয়ররা দীর্ঘদিন ধরে এই এ আন্দোলন করে যাচ্ছেন। আমরা চাই, দ্রুত কমিশন গঠন করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হোক। আমরা দেশের সাধারণ মানুষদেরকে বারবার ভোগান্তিতে ফেলতে চাই না। কর্তৃপক্ষকে বলছি, দ্রুত আমাদের দাবি মেনে নিন, না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।