ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির নৈশপ্রহরী-কর্মচারীদের শিবিরের শীতবস্ত্র উপহার

শীত মৌসুমের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৈশপ্রহরী ও কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে এ শীতবস্ত্র উপহার দেন।

শীতবস্ত্র উপহার কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার প্রমুখ।

সোমবার (১৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে শীতবস্ত্র বিতরণের কিছু ছবি শেয়ার করেছেন ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম। সেখানে তিনি লিখেছেন, ‘শীতের আবহ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় যার প্রকোপ তুলনামূলক বেশি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সব হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসি, কার্জন এলাকায় ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র উপহার দিয়ে পাশে থাকার ন্যূনতম চেষ্টা।’

শীতের শুরুতেই ছাত্রশিবিরের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। সাদিক কায়েমের ফেসবুক পোস্টের নিচে কমেন্ট করেও অনেকে বিভিন্ন পরামর্শও দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাকসুতে প্রচারণা শেষ,ভোট উৎসবের অপেক্ষা শিক্ষার্থীরা

ঢাবির নৈশপ্রহরী-কর্মচারীদের শিবিরের শীতবস্ত্র উপহার

আপডেট সময় ১২:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

শীত মৌসুমের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৈশপ্রহরী ও কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে এ শীতবস্ত্র উপহার দেন।

শীতবস্ত্র উপহার কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার প্রমুখ।

সোমবার (১৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে শীতবস্ত্র বিতরণের কিছু ছবি শেয়ার করেছেন ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম। সেখানে তিনি লিখেছেন, ‘শীতের আবহ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় যার প্রকোপ তুলনামূলক বেশি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সব হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসি, কার্জন এলাকায় ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র উপহার দিয়ে পাশে থাকার ন্যূনতম চেষ্টা।’

শীতের শুরুতেই ছাত্রশিবিরের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। সাদিক কায়েমের ফেসবুক পোস্টের নিচে কমেন্ট করেও অনেকে বিভিন্ন পরামর্শও দিয়েছেন।