ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল Logo চাঁদাবাজদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলব : মুহাম্মদ রেজাউল করীম Logo আজ জামায়াতের জাতীয় সমাবেশ, রাজধানীতে নেতাকর্মীদের ঢল Logo আইনশৃঙ্খলার অবনতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত Logo টিভিতে আজকের খেলা Logo ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন

ছুটি কাটিয়ে ফিরছিলেন কর্মস্থলে, প্রাণ গেল বাসচাপায়

রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন ভুইয়া (৫৪) মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার।

রোববার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। বর্তমানে দুই মেয়েসহ পরিবার নিয়ে রাজধানীর বাড্ডা ব্যাংক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফউল্লাহ জানান, সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে একটি ট্রাক ও ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। গুরুতর আহত হন রিকশা চালক ও আরোহী। খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুজনই পালিয়ে গেছে।

এদিকে, নিহত জাকির হোসেনের স্ত্রীর বড় ভাই নিজাম উদ্দিন হায়দার চৌধুরী জানান, তিনি পরিবার নিয়ে রাজধানী বাড্ডায় থাকেন। তবে মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। সাপ্তাহিক ছুটিতে তিনি ঢাকায় আসেন। পরিবারের সাথে শুক্র ও শনিবার থেকে আজ ভোরে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছেন।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

ছুটি কাটিয়ে ফিরছিলেন কর্মস্থলে, প্রাণ গেল বাসচাপায়

আপডেট সময় ১২:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন ভুইয়া (৫৪) মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার।

রোববার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। বর্তমানে দুই মেয়েসহ পরিবার নিয়ে রাজধানীর বাড্ডা ব্যাংক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফউল্লাহ জানান, সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে একটি ট্রাক ও ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। গুরুতর আহত হন রিকশা চালক ও আরোহী। খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুজনই পালিয়ে গেছে।

এদিকে, নিহত জাকির হোসেনের স্ত্রীর বড় ভাই নিজাম উদ্দিন হায়দার চৌধুরী জানান, তিনি পরিবার নিয়ে রাজধানী বাড্ডায় থাকেন। তবে মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। সাপ্তাহিক ছুটিতে তিনি ঢাকায় আসেন। পরিবারের সাথে শুক্র ও শনিবার থেকে আজ ভোরে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছেন।