ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo ছুরিকাঘাতে নিহত জবি শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ

সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি

সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি

বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত কার্যকর শুরু করেছে সরকার। এরই মধ্যে সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতিকেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে হিমাগারে অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গত সোমবার বিদেশ থেকে আলু আমদানি সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে হিমাগারে আলুর সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলে জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি

আপডেট সময় ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত কার্যকর শুরু করেছে সরকার। এরই মধ্যে সাড়ে ১৯ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’

দেশে হঠাৎ দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর আলুর পাইকারি ও খুচরা দাম বেধে দেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকা আর খুচরা বাজারে ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হওয়ার কথা। সরকার দাম বেধে দিলেও তার প্রভাব বাজারে পড়েনি। রাজধানীতে বাজার ভেদে প্রতিকেজি আলু কিনতে ভোক্তার খরচ হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

বিক্রেতাদের অভিযোগ, হিমাগার থেকে বেশি দামে আলু কিনতে হচ্ছে তাদের। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে হিমাগারে অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যায়নি।

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গত সোমবার বিদেশ থেকে আলু আমদানি সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে হিমাগারে আলুর সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলে জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে।