ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

পল্লবীতে দুই শিশুসন্তানকে জবাইয়ের পর বাবার আত্মহত্যার চেষ্টা

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশু সন্তানকে জবাই করে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে নিহত দুই ছেলের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো.আহাদ (৪০)। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। তিনি নিরাপত্তারক্ষীর কাজ করেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল।

তিনি জানান, শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই মাজেদুল আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধাড়ালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান, গলা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, আহাদ মিয়ার শ্বাসনালী কেটে গেছে। তার গলায় অপারেশন চলছে। অবস্থা আশংকাজনক।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

পল্লবীতে দুই শিশুসন্তানকে জবাইয়ের পর বাবার আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৩:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশু সন্তানকে জবাই করে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে নিহত দুই ছেলের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো.আহাদ (৪০)। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। তিনি নিরাপত্তারক্ষীর কাজ করেন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল।

তিনি জানান, শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই মাজেদুল আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধাড়ালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান, গলা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, আহাদ মিয়ার শ্বাসনালী কেটে গেছে। তার গলায় অপারেশন চলছে। অবস্থা আশংকাজনক।