ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

জেন-জিদের জন্য ইন্টারনেটের মূল্য কমাবে সরকার

বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তরুণদের চাহিদা মেটাতে ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের বিদ্যমান বিভিন্ন লাইসেন্সিং কাঠামো পর্যালোচনা করে পরিষেবার গুণমান নিশ্চিত এবং সীমাহীন মেয়াদের জন্য ইন্টারনেট প্যাকেজ চালু করার বিষয়টি বিবেচনা করছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) সাশ্রয়ী মূল্যের, বৈচিত্র্যময় ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার করে বলেছেন, নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিষেবা সরবরাহের মূল অংশ হিসাবে ডেটার দাম কমাতে হবে। তিনি বলেন, ‘আমরা পরিষেবাগুলোকে নিরাপদ, সাশ্রয়ী ও বৈচিত্র্যময় করতে চাই এবং এর জন্য যা যা প্রয়োজন আমরা তা করব।’

এমদাদ উল বারী আরও বলেন, ডেটা মূল্য হ্রাস করা পরিষেবা সরবরাহের মূল চাবিকাঠি। ডেটা মূল্য অবশ্যই কমানো উচিত, কারণ এটি আমাদের পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ।’

বিটিআরসির পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি) ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর জন্য বিটিআরসির কাছে একটি প্রস্তাব দিয়েছে। তারা বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমবে। তারা ব্যান্ডউইথের বিদ্যমান মূল্যের তুলনায় দাম কমানোর প্রস্তাব করেছেন।

আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘আমরা ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের আউটরিচের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে এই উদ্যোগ নিয়েছি।’

ইন্টারনেটের দাম কমাতে সরকারের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকারের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমে আসবে এবং ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।’

আইআইজিএবি’র প্রস্তাবিত ব্যান্ডউইথের মূল্য বাস্তবায়িত হলে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা প্রতি মেগা ব্যান্ডউইথ ৫০-৭৫ টাকা কমাতে পারবে বা গ্রাহকদের কাছ থেকে কম চার্জ নিতে পারবে।

ইতিমধ্যে, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক তরুণ প্রজন্মের জন্য সীমাহীন সময়ের জন্য ডেটা এবং বছরব্যাপী বান্ডেল অফার সহ ‘জেন-জি’ প্যাকেজ চালু করেছে। জুলাইয়ের ছাত্র-জনগণের গণঅভ্যুত্থানের সময় বহুল আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দ্বারা অনুপ্রাণিত হয়ে টেলিটক এই প্যাকেজটিকে ‘জেন-জি’ হিসাবে ব্র্যান্ড করেছে।

‘জেন-জি’ নামের নতুন প্যাকেজটির মূল্য ১৫০ টাকা। তবে, প্রথম ৩০ দিনে, গ্রাহক মাত্র ১০০ টাকায় প্যাকেজটি কিনতে পারবেন। প্যাকেজটি সর্বনিম্ন মূল্যে সীমাহীন ডেটা ও বার্ষিক বান্ডেল দিচ্ছে। এটিতে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী মূল্যের ভয়েস ট্যারিফ এবং ১২ মাসের বিনামূল্যের সুবিধাসহ চাকরিপ্রার্থীদের জন্য প্রিমিয়াম সদস্যপদ পরিষেবা রয়েছে।

নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন এবং বর্তমান টেলিটক ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মাইটেলিটক অ্যাপে নিবন্ধন করে প্যাকেজ অফারটি পেতে পারেন। এছাড়া, সরকার ব্যবহারকারী এবং শিল্পের সুবিধার্থে আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

সরকারি তথ্য অনুসারে সরকার একটি ‘ব্যান্ডউইথ ব্যবহার নীতি’ এবং ৫জি চালু করার জন্য কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম দামে ওয়াইফাই দেয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র- বাসস

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

জেন-জিদের জন্য ইন্টারনেটের মূল্য কমাবে সরকার

আপডেট সময় ১২:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তরুণদের চাহিদা মেটাতে ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের বিদ্যমান বিভিন্ন লাইসেন্সিং কাঠামো পর্যালোচনা করে পরিষেবার গুণমান নিশ্চিত এবং সীমাহীন মেয়াদের জন্য ইন্টারনেট প্যাকেজ চালু করার বিষয়টি বিবেচনা করছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) সাশ্রয়ী মূল্যের, বৈচিত্র্যময় ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার করে বলেছেন, নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিষেবা সরবরাহের মূল অংশ হিসাবে ডেটার দাম কমাতে হবে। তিনি বলেন, ‘আমরা পরিষেবাগুলোকে নিরাপদ, সাশ্রয়ী ও বৈচিত্র্যময় করতে চাই এবং এর জন্য যা যা প্রয়োজন আমরা তা করব।’

এমদাদ উল বারী আরও বলেন, ডেটা মূল্য হ্রাস করা পরিষেবা সরবরাহের মূল চাবিকাঠি। ডেটা মূল্য অবশ্যই কমানো উচিত, কারণ এটি আমাদের পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ।’

বিটিআরসির পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি) ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর জন্য বিটিআরসির কাছে একটি প্রস্তাব দিয়েছে। তারা বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমবে। তারা ব্যান্ডউইথের বিদ্যমান মূল্যের তুলনায় দাম কমানোর প্রস্তাব করেছেন।

আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘আমরা ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের আউটরিচের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে এই উদ্যোগ নিয়েছি।’

ইন্টারনেটের দাম কমাতে সরকারের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকারের সঙ্গে তাল মিলিয়ে উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমে আসবে এবং ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।’

আইআইজিএবি’র প্রস্তাবিত ব্যান্ডউইথের মূল্য বাস্তবায়িত হলে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা প্রতি মেগা ব্যান্ডউইথ ৫০-৭৫ টাকা কমাতে পারবে বা গ্রাহকদের কাছ থেকে কম চার্জ নিতে পারবে।

ইতিমধ্যে, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক তরুণ প্রজন্মের জন্য সীমাহীন সময়ের জন্য ডেটা এবং বছরব্যাপী বান্ডেল অফার সহ ‘জেন-জি’ প্যাকেজ চালু করেছে। জুলাইয়ের ছাত্র-জনগণের গণঅভ্যুত্থানের সময় বহুল আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা সংক্ষেপে ‘জেন-জি’ দ্বারা অনুপ্রাণিত হয়ে টেলিটক এই প্যাকেজটিকে ‘জেন-জি’ হিসাবে ব্র্যান্ড করেছে।

‘জেন-জি’ নামের নতুন প্যাকেজটির মূল্য ১৫০ টাকা। তবে, প্রথম ৩০ দিনে, গ্রাহক মাত্র ১০০ টাকায় প্যাকেজটি কিনতে পারবেন। প্যাকেজটি সর্বনিম্ন মূল্যে সীমাহীন ডেটা ও বার্ষিক বান্ডেল দিচ্ছে। এটিতে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী মূল্যের ভয়েস ট্যারিফ এবং ১২ মাসের বিনামূল্যের সুবিধাসহ চাকরিপ্রার্থীদের জন্য প্রিমিয়াম সদস্যপদ পরিষেবা রয়েছে।

নতুন গ্রাহকরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন এবং বর্তমান টেলিটক ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মাইটেলিটক অ্যাপে নিবন্ধন করে প্যাকেজ অফারটি পেতে পারেন। এছাড়া, সরকার ব্যবহারকারী এবং শিল্পের সুবিধার্থে আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

সরকারি তথ্য অনুসারে সরকার একটি ‘ব্যান্ডউইথ ব্যবহার নীতি’ এবং ৫জি চালু করার জন্য কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম দামে ওয়াইফাই দেয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র- বাসস