ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে তাকে শুক্রবার (১৫ নভেম্বর) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক। আনিসুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অডিটোরিয়াম থেকে আইনজীবীদের বের করে দেন। এর পর নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাল ব্যালট তৈরি করে ভোট দিয়ে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় গত ৩০ সেপ্টেম্বর মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এ বি এম ইব্রাহীম খলীল। এ মামলার প্রধান আসামি আনিসুল হক।

জনপ্রিয় সংবাদ

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

আপডেট সময় ০৯:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে জাল-জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ড শেষে তাকে শুক্রবার (১৫ নভেম্বর) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক। আনিসুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অডিটোরিয়াম থেকে আইনজীবীদের বের করে দেন। এর পর নির্বাচন কমিশনারের নেতৃত্বে জাল ব্যালট তৈরি করে ভোট দিয়ে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় গত ৩০ সেপ্টেম্বর মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এ বি এম ইব্রাহীম খলীল। এ মামলার প্রধান আসামি আনিসুল হক।