ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার নতুন পরিচয়ে বাইশ গজে যাত্রা শুরু আশরাফুলের Logo চিফ প্রসিকিউটরের কাছে ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা Logo ভোটার এলাকা স্থানান্তরের আবেদন ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ Logo প্রধান উপদেষ্টা কপ২৯-এ যোগদান শেষে দেশে ফিরেছেন Logo তিন শহিদের নামে ৩ স্টেডিয়ামের নামকরণ Logo আমার ভাই মুসলিম, বাবা খ্রিষ্টান, মা হিন্দু: বিক্রান্ত ম্যাসি Logo খুলনায় বিষাক্ত খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু Logo বৈষম্য দূর করতে জুলাই বিপ্লবের নতুন সম্ভাবনা কাজে লাগাতে হবে: ড. হোসেন জিল্লুর রহমান Logo গণঅভ্যুত্থানে আহতদের ৭ দফা দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক শুরু Logo হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে

তিন শহিদের নামে ৩ স্টেডিয়ামের নামকরণ

৩ শহিদের নামে তিন স্টেডিয়ামের নামকরণ

কুষ্টিয়া, টাঙ্গাইল ও ঢাকার তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলোর নাম বদলে বুয়েট শাখা ছাত্রলীগের নির্যাতনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হওয়া শহিদদের নামে রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুষ্টিয়ার ‘শেখ কামাল স্টেডিয়াম’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া। টাঙ্গাইলের ‘টাঙ্গাইল জেলা স্টেডিয়াম’ এর নামকরণ করা হয়েছে শহিদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল। আর ঢাকার বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নামকরণ করা হয়েছে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ, ঢাকা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের খবর পেয়ে ৫ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহরের মেইন রোডে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করেন। ওই মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল সদর থানার কাছে গুলিবিদ্ধ হয়ে শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ নিহত হন।

আর গত ১৮ জুলাই ‘কোটাবিরোধী আন্দোলনে’ ধামন্ডি ২৭ নম্বর রোডে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলি লেগে নিহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

এবার নতুন পরিচয়ে বাইশ গজে যাত্রা শুরু আশরাফুলের

তিন শহিদের নামে ৩ স্টেডিয়ামের নামকরণ

আপডেট সময় ১০:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

কুষ্টিয়া, টাঙ্গাইল ও ঢাকার তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলোর নাম বদলে বুয়েট শাখা ছাত্রলীগের নির্যাতনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হওয়া শহিদদের নামে রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুষ্টিয়ার ‘শেখ কামাল স্টেডিয়াম’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া। টাঙ্গাইলের ‘টাঙ্গাইল জেলা স্টেডিয়াম’ এর নামকরণ করা হয়েছে শহিদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল। আর ঢাকার বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নামকরণ করা হয়েছে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ, ঢাকা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের খবর পেয়ে ৫ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহরের মেইন রোডে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করেন। ওই মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল সদর থানার কাছে গুলিবিদ্ধ হয়ে শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ নিহত হন।

আর গত ১৮ জুলাই ‘কোটাবিরোধী আন্দোলনে’ ধামন্ডি ২৭ নম্বর রোডে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলি লেগে নিহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।