২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের গুজরাটের গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়; যাদের অধিকাংশই ছিল হিন্দু তীর্থযাত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়; যাদের অধিকাংশ ছিল মুসলিম। সেই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’।
এ সিনেমায় অভিনয় করেছেন ‘টুয়েলভথ ফেল’খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রাণনাশের হুমকি পাচ্ছেন এই অভিনেতা। শুক্রবার (১৫ নভেম্বর) মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে শুভঙ্কর মিশ্রার পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে সম্প্রীতির ব্যাখ্যা করেন। তা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, তার ভাই মুসলিম, বাবা খ্রিষ্টান, মা শিখ, স্ত্রী হিন্দু।
পরিবারের প্রসঙ্গ টেনে বিক্রান্ত ম্যাসি বলেন, ‘আমার ভাই দীপাবলি উপলক্ষে লক্ষ্মীপূজা করে। ধর্মান্তরিত হওয়া ওর ব্যক্তিগত পছন্দ। আমরা এখানে দিওয়ালি এবং হোলি একসঙ্গে উদযাপন করি। আমরা ভাইয়ের বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়ে ঈদ উদযাপন করি।
বিক্রান্ত তার বাবা প্রসঙ্গে বলেন, ‘আমার বাবা ৬ বার জম্মু ও কাশ্মীরের কাটরায় অবস্থিত বৈষ্ণোদেবী মন্দিরে গিয়েছেন। তিনি একজন খ্রিষ্টান। এখনো সপ্তাহে দুইবার গির্জায় যান। আমাদের ভারত বরাবরই এমন ছিল। আপনি এমন খ্রিষ্টান পাবেন, যাদের নাম রাহুল, রোহিত ইত্যাদি।’
আমরা নিজেরা গুরুদ্বারে যাই, অনেক হিন্দু আজমীর শরীফ দরগায় যায়। এটাই আমাদের হিন্দুস্তান। এত অবাক হওয়ার কী আছে? আমার বাড়িতে একটা মন্দির আছে। আমার ছেলের নাম বর্দান। এটাই আমাদের দেশ।’ বলেন বিক্রান্ত। কিছু দিন আগে ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে হুমকি পাওয়া প্রসঙ্গে বিক্রান্ত বলেন, ‘আমি হুমকি পাচ্ছি। কিন্তু আমরা শিল্পী আমরা গল্প বলি। এই চলচ্চিত্রটি সম্পূর্ণরূপে তথ্য অবলম্বনে নির্মিত। এটি এমন কিছু যা আমরা গোটা টিম মিলে তুলে ধরার চেষ্টা করেছি। আমি মনে করি, এটি যেভাবে হওয়া উচিত সেভাবেই তুলে ধরেছি।