ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খুলনায় বিষাক্ত খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

খুলনায় বিষাক্ত খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

খুলনার রূপসায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত দুই শিশু উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে আব্দুল গনি (৪)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে স্থানীয় একটি দোকান থেকে আপেল কিনে বাড়ি ফেরেন মাসুদ রানা। রাতের খাবার খাওয়া শেষে ইরানী ও আব্দুল গনি সেই আপেল খায়। এর পরপরই দুই ভাই-বোন অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেই রাতেই শিশু দুটিকে নিয়ে খুলনা মেডিক্যালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মনিরুল আরও বলেন, ‘শিশুদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘খাবারে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তুরস্কে পর্বতের চূড়ায় হোটেলে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬৬

খুলনায় বিষাক্ত খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ০৯:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

খুলনার রূপসায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত দুই শিশু উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে আব্দুল গনি (৪)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে স্থানীয় একটি দোকান থেকে আপেল কিনে বাড়ি ফেরেন মাসুদ রানা। রাতের খাবার খাওয়া শেষে ইরানী ও আব্দুল গনি সেই আপেল খায়। এর পরপরই দুই ভাই-বোন অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেই রাতেই শিশু দুটিকে নিয়ে খুলনা মেডিক্যালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মনিরুল আরও বলেন, ‘শিশুদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘খাবারে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’