ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যা মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু জানান, তিনি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০২১ সালের ১৬ নভেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় শহিদুল ইসলামকে হত্যা করা হয়। তিনি উপজেলার ধাপেরহাট বন্দরের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ভাত খেতে এসে ভাত কম হওয়াকে কেন্দ্র করে আরিফ বিল্লাহ এবং তার মা হামিদা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ বিল্লাহ রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে আরিফ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম (লাঠি) দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শহীদুল ইসলাম গুরুতর আহত হন।

প্রথমে তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর শহীদুল ইসলাম মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাত খাওয়াকে কেন্দ্র করে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যা মামলায় ছোট ভাই আরিফ বিল্লাহকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু জানান, তিনি উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ২০২১ সালের ১৬ নভেম্বর সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় শহিদুল ইসলামকে হত্যা করা হয়। তিনি উপজেলার ধাপেরহাট বন্দরের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ভাত খেতে এসে ভাত কম হওয়াকে কেন্দ্র করে আরিফ বিল্লাহ এবং তার মা হামিদা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ বিল্লাহ রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙে যায়। পরে বড় ভাই শহিদুল ইসলাম রাইস কুকার ভাঙার বিষয়ে জানতে চাইলে আরিফ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম (লাঠি) দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শহীদুল ইসলাম গুরুতর আহত হন।

প্রথমে তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থায় অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর শহীদুল ইসলাম মারা যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।