বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভায় সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসনে নিষ্পেষিত হয়েছেন, বহু মামলা-হামলা নির্যাতন নিপীড়নের স্বীকার হয়েছেন, তবুও দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদেরকে পেছনে রাখার সুযোগ নেই। সে সকল নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।
বুধবার (১৩ নভেম্বর) বিকালে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বাদশা বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তার অর্থ এই নয় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। শেখ হাসিনা বিদেশে আত্মগোপনে থেকেও বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে খুনি হাসিনার সকল ঘৃণ ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনার ও তার আওয়ামী লীগের জায়গা বাংলাদেশে আর হবে না। জনগণ তাদের আর দেখতে চায় না। তারা দেশের সম্পদ লুটপাট করেছেন। গণহত্যা চালিয়ে পালিয়েছেন। তাদের জায়গা এ দেশের মাটিতে আর কখনোই হবে না।
বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য লয়ন ফরিদ আহমেদ, রংপুর বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক কাজী আমিরুল ইসলাম কাফু, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রকুনুজ্জামান আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুর বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন প্রমুখ।।