ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা-২ আসন

সাবেক এমপি আলী আজম মুকুল র‌্যাব হাতে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • 52

সাবেক এমপি আলী আজম মুকুল

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা এবং ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।

র‍যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুরে সংঘটিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।

জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য পদে জয়ী হন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

ভোলা-২ আসন

সাবেক এমপি আলী আজম মুকুল র‌্যাব হাতে গ্রেফতার

আপডেট সময় ০৭:৩৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা এবং ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।

র‍যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুরে সংঘটিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।

জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য পদে জয়ী হন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন।