ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন Logo অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে যুবকের দুধ দিয়ে তওবার গোসল Logo লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ভাই হিসেবে মেরেছি Logo ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তানের ‘বুনিয়ান-উন-মারসুস’ Logo ভারতে ৪ টিভি চ্যানেল বন্ধ: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার Logo উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা Logo তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ বিভাগ Logo পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ Logo মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ঢাকায় আটক

কেন্দ্রীয় সকল সমন্বয়কদের সভা, নতুন কর্মসূচিসহ ৩ সিদ্ধান্ত

কেন্দ্রীয় সকল সমন্বয়কদের সভা, নতুন কর্মসূচিসহ ৩ সিদ্ধান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সকল সমন্বয়ক নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে । এতে আগামী ১৫ নভেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০ তম দিন উপলক্ষ্যে নতুন কর্মসূচিসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় প্লাটফর্মটির কার্যালয়ে আয়োজিত সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে সভা ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি।

সভায় আলোচনার বিষয় নিয়ে আবদুল কাদের বলেন, আজকের (বুধবার) সভায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহি কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে এই নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন সদস্য থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। এই সপ্তাহের মধ্যে এটি গঠিত হবে।

তিনি বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে এখানে ‘অর্গানাইজিং টিম’ থাকবে। অর্থ্যাৎ সেল ভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। এই ‘অর্গানাইজিং সেল’ ও এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

জনপ্রিয় সংবাদ

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ

কেন্দ্রীয় সকল সমন্বয়কদের সভা, নতুন কর্মসূচিসহ ৩ সিদ্ধান্ত

আপডেট সময় ০৯:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সকল সমন্বয়ক নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে । এতে আগামী ১৫ নভেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০ তম দিন উপলক্ষ্যে নতুন কর্মসূচিসহ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় প্লাটফর্মটির কার্যালয়ে আয়োজিত সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে সভা ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি।

সভায় আলোচনার বিষয় নিয়ে আবদুল কাদের বলেন, আজকের (বুধবার) সভায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহি কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে এই নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন সদস্য থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দু একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। এই সপ্তাহের মধ্যে এটি গঠিত হবে।

তিনি বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে এখানে ‘অর্গানাইজিং টিম’ থাকবে। অর্থ্যাৎ সেল ভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। এই ‘অর্গানাইজিং সেল’ ও এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।