ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা-২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা-২০২৫

অমর একুশে বইমেলা-২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে করার প্রস্তাব এসেছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

এই চিঠির বিষয়ে জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বুধবার (১৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা-২০২৫ হচ্ছে বলে জানান।

তিনি বলেন, ‘গণপূর্ত উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সচিব সাহেব গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জড়িত রয়েছে, সেই মন্ত্রণালয় সচিবের সঙ্গেও কথা বলেছেন।’

ফারুকী আরো বলেন, ‘আশা করা যায় বইমেলা যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে। কোনো ঝামেলা হবে না। এরই মধ্যে তিন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।

চাকরির দেওয়ার নামে ২৮ লাখ টাকা আত্মসাৎ, মেডিকেল অফিসার আটক

সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা-২০২৫

আপডেট সময় ০৮:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

অমর একুশে বইমেলা-২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে করার প্রস্তাব এসেছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।

এই চিঠির বিষয়ে জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বুধবার (১৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা-২০২৫ হচ্ছে বলে জানান।

তিনি বলেন, ‘গণপূর্ত উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সচিব সাহেব গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলেছেন। এটার সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জড়িত রয়েছে, সেই মন্ত্রণালয় সচিবের সঙ্গেও কথা বলেছেন।’

ফারুকী আরো বলেন, ‘আশা করা যায় বইমেলা যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে। কোনো ঝামেলা হবে না। এরই মধ্যে তিন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।