ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের আগে তিন স্টেডিয়াম সংস্কার, ব্যয় হবে ৩০ কোটি টাকা

বিপিএলের আগে তিন স্টেডিয়াম সংস্কার, ব্যয় হবে ৩০ কোটি টাকা

আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। কিন্তু, স্টেডিয়ামগুলোর বেহাল অবস্থা। বিপিএলসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে তিন জেলার তিনটি স্টেডিয়াম সংস্কার করা হবে। এতে সম্ভাব্য ব্যয় হবে ৩০ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা।

এর পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যয় সক্ষমতা বাড়ানোর একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, পিপিএ, ২০০৬ এর ধারা ৬৮ ও পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬ মোতাবেক পরিচালন বাজেট খাতে মন্ত্রণালয়ের মূল্যসীমা বৃদ্ধি এবং পিপিএ ২০০৬ এর ধারা ৬৮, ৩২ এর আলোকে জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদনের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

সূত্র জানায়, আগামী ডিসেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে বিদেশি দলগুলোর ম্যাচসমূহ সফলভাবে আয়োজনের লক্ষ্যে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আধুনিকায়ন, সংস্কার ও উন্নয়ন কাজ জরুরি ভিত্তিতে সম্পাদন করা প্রয়োজন। তাই, বর্ণিত কাজ সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে। এ অবস্থায় (১) পরিচালন বাজেট থেকে মন্ত্রণালয়ের মূল্যসীমা ১৮ কোটি টাকায় বৃদ্ধি এবং (২) পিপিএ ২০০৬ এর ধারা ৬৮, ৩২ এর আলোকে সরাসরি ক্রয় পদ্ধতিতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ক্রয় কার্য সম্পাদনের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

তিনটি স্টেডিয়াম সংস্কারে সর্বমোট প্রাক্কলিত ব্যয় ৩০ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা। এর মধ্যে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের জন্য খরচ হবে ১৮ কোটি ৩ লাখ ১৪ হাজার ৬১৪ টাকা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জন্য খরচ হবে ৭ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৪৭৭ টাকা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য খরচ হবে ৪ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৬৮৮ টাকা।

জনপ্রিয় সংবাদ

বিপিএলের আগে তিন স্টেডিয়াম সংস্কার, ব্যয় হবে ৩০ কোটি টাকা

আপডেট সময় ০৮:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। কিন্তু, স্টেডিয়ামগুলোর বেহাল অবস্থা। বিপিএলসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে তিন জেলার তিনটি স্টেডিয়াম সংস্কার করা হবে। এতে সম্ভাব্য ব্যয় হবে ৩০ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা।

এর পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যয় সক্ষমতা বাড়ানোর একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, পিপিএ, ২০০৬ এর ধারা ৬৮ ও পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬ মোতাবেক পরিচালন বাজেট খাতে মন্ত্রণালয়ের মূল্যসীমা বৃদ্ধি এবং পিপিএ ২০০৬ এর ধারা ৬৮, ৩২ এর আলোকে জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদনের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

সূত্র জানায়, আগামী ডিসেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে বিদেশি দলগুলোর ম্যাচসমূহ সফলভাবে আয়োজনের লক্ষ্যে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আধুনিকায়ন, সংস্কার ও উন্নয়ন কাজ জরুরি ভিত্তিতে সম্পাদন করা প্রয়োজন। তাই, বর্ণিত কাজ সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে। এ অবস্থায় (১) পরিচালন বাজেট থেকে মন্ত্রণালয়ের মূল্যসীমা ১৮ কোটি টাকায় বৃদ্ধি এবং (২) পিপিএ ২০০৬ এর ধারা ৬৮, ৩২ এর আলোকে সরাসরি ক্রয় পদ্ধতিতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ক্রয় কার্য সম্পাদনের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

তিনটি স্টেডিয়াম সংস্কারে সর্বমোট প্রাক্কলিত ব্যয় ৩০ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা। এর মধ্যে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের জন্য খরচ হবে ১৮ কোটি ৩ লাখ ১৪ হাজার ৬১৪ টাকা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের জন্য খরচ হবে ৭ কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৪৭৭ টাকা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য খরচ হবে ৪ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৬৮৮ টাকা।