নানা আয়োজনের সুশাসনের জন্য নাগরিক (সুজন)র ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী।
সুজন দাগনভূঞা শাখার সভাপতি সাংবাদিক মো. আবু তাহেরের সভাপতিত্বে দাগনভূঞা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালাহ উদ্দিন, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ ইমাম উদ্দিন মিয়াজী।
সুজন দাগনভূঞা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন এর সঞ্চালনা এ সময় বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এনায়েত উল্লাহ, দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, দাগনভূঞা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল হুদা হুদন, আজিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ফারুক আহাম্মদ, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক।
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সাবেক সভাপতি নবিউল হক খান, উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষক গিয়াস উদ্দিন ভূঁইয়া, সুজনের সহ-সভাপতি কৃষাণ মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দাগনভূঞার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক সুমন পাটোয়ারী ও সাখাওয়াত হোসেন, সুজনের সদস্য ইসমাইল হোসেন লিটন, জাকির হোসেন, মোজাম্মেল হক হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে সুশাসনের জন্য ২২ বছর সুজন কাজ করে যাচ্ছে। সুজন মানুষকে সচেতন, সংগঠিত ও সোচ্চার করেছে বলেই ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করার জন্য বক্তারা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
শেষে এক বর্ণাঢ্য র্যালী দাগনভূঞা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।