ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম ছাত্রলীগ

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৬:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 93

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

সোমবার (১১ নভেম্বর) রাতে শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, ছাত্রদল কর্মী সোহান, অন্তর ও হৃদয় । তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, সোমবার রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদল নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান।

আহত ইয়াছির আরাফাত জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তার সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম জানায়, কাত্যায়নী পূজার বিজয় দশমী উপলক্ষ্যে ওই এলাকাতে অনেক লোকের সমাগম হয়েছিল। সেখানে দোয়াপাড়, নিজনান্দুয়ালী এলাকার ছাত্রলীগ কর্মীরা বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে এতে চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেছেন, কাত্যায়নী পূজা উপলক্ষ্যে মেলা চলাকালে প্রচণ্ড ভিড় হয়েছিল। ভিড়ের মধ্যে কারা সংঘর্ষের সঙ্গে জড়িয়েছে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে নিশ্চিত করে বলতে পারছি না কারা হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম ছাত্রলীগ

আপডেট সময় ০৬:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

সোমবার (১১ নভেম্বর) রাতে শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, ছাত্রদল কর্মী সোহান, অন্তর ও হৃদয় । তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, সোমবার রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদল নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান।

আহত ইয়াছির আরাফাত জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তার সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।

মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম জানায়, কাত্যায়নী পূজার বিজয় দশমী উপলক্ষ্যে ওই এলাকাতে অনেক লোকের সমাগম হয়েছিল। সেখানে দোয়াপাড়, নিজনান্দুয়ালী এলাকার ছাত্রলীগ কর্মীরা বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে এতে চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেছেন, কাত্যায়নী পূজা উপলক্ষ্যে মেলা চলাকালে প্রচণ্ড ভিড় হয়েছিল। ভিড়ের মধ্যে কারা সংঘর্ষের সঙ্গে জড়িয়েছে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে নিশ্চিত করে বলতে পারছি না কারা হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।