ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম Logo বাংলাদেশে ঢুকে আম গাছ কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা Logo দেশের মানুষ চায় তরুণরা সংসদে প্রতিনিধিত্ব করুক: সারজিস Logo ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর

রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ ব্যতীত জাতির সামগ্রিক উন্নতি বাস্তবায়ন অসম্ভব : মঞ্জুরুল ইসলাম

রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ ব্যতীত জাতির সামগ্রিক উন্নতি বাস্তবায়ন অসম্ভব : মঞ্জুরুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “একটি জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে তার নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলির উপর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য যে আদর্শ রেখে গেছেন, তা পৃথিবীর সর্বোত্তম নৈতিক শিক্ষা ও জীবনের দিকনির্দেশনা হিসেবে পরিগণিত। তাঁর শিক্ষা ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট যুগ বা জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ দৃষ্টান্ত। তাঁর পথনির্দেশনা ছাড়া জাতির সার্বিক উন্নতি ও মানবিক মূল্যবোধের প্রসার অসম্ভব।

আজ ৯ নভেম্বর (শনিবার) বিকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত ‘সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতা পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রাসুলুল্লাহ (সাঃ) তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মধ্যে এমন সব গুণাবলি গড়ে তুলেছেন যা আজকের সমাজে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়। তিনি মানবিক মূল্যবোধ, আত্মসম্মানবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি ও আদর্শ ছাড়া যে উন্নয়ন সম্ভব, তা কেবল বাহ্যিকভাবে উন্নত হতে পারে; তবে তা কখনোই স্থায়ী ও স্বচ্ছ হবে না। কারণ, যে সমাজের ভিত্তি নৈতিকতাহীন, সেখানে শান্তি ও সমৃদ্ধির বিকাশ স্থায়ী হতে পারে না।”

তিনি আরও বলেন, “আধুনিক সমাজে নৈতিক অবক্ষয়, অসৎ ব্যবসায়িক আচরণ, সামাজিক দায়িত্বে অবহেলা এবং নেতৃত্বের সংকট জাতির জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা অনুযায়ী সত্য, সততা, ন্যায়বিচার ও নৈতিকতার মূলনীতিগুলি যদি জাতির জীবনে প্রতিষ্ঠিত না হয়, তবে কোনো উন্নয়নই মানুষের প্রকৃত কল্যাণ ও জাতির স্থায়ী উন্নয়নের জন্য যথেষ্ট নয়।”

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) শিক্ষা দিয়েছেন যে, ব্যক্তিগত ও সামাজিক জীবনে সৎ ও সত্যবাদী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক সততা, পরিবারে দায়িত্বশীলতা এবং সামাজিক সহমর্মিতা তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল। আজকের সমাজে এই মূল্যবোধগুলি পুনঃপ্রতিষ্ঠা ছাড়া জাতির সার্বিক উন্নতি সম্ভব নয়। প্রকৃত অর্থে উন্নত জাতি গঠনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই, যা রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শে পরিপূর্ণভাবে বিদ্যমান।

তাই, যদি আমরা জাতির সামগ্রিক উন্নতি এবং মানবিক মূল্যবোধের সত্যিকারের বিকাশ চাই, তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ নেই। তাঁর পথনির্দেশনা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং ব্যক্তিগত, সামাজিক, এবং রাষ্ট্রীয় উন্নয়নের জন্যও অপরিহার্য।

ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসিফ আব্দুল্লার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুর মান্নান।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ ব্যতীত জাতির সামগ্রিক উন্নতি বাস্তবায়ন অসম্ভব : মঞ্জুরুল ইসলাম

আপডেট সময় ১০:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “একটি জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে তার নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলির উপর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য যে আদর্শ রেখে গেছেন, তা পৃথিবীর সর্বোত্তম নৈতিক শিক্ষা ও জীবনের দিকনির্দেশনা হিসেবে পরিগণিত। তাঁর শিক্ষা ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট যুগ বা জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ দৃষ্টান্ত। তাঁর পথনির্দেশনা ছাড়া জাতির সার্বিক উন্নতি ও মানবিক মূল্যবোধের প্রসার অসম্ভব।

আজ ৯ নভেম্বর (শনিবার) বিকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত ‘সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতা পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রাসুলুল্লাহ (সাঃ) তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মধ্যে এমন সব গুণাবলি গড়ে তুলেছেন যা আজকের সমাজে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়। তিনি মানবিক মূল্যবোধ, আত্মসম্মানবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি ও আদর্শ ছাড়া যে উন্নয়ন সম্ভব, তা কেবল বাহ্যিকভাবে উন্নত হতে পারে; তবে তা কখনোই স্থায়ী ও স্বচ্ছ হবে না। কারণ, যে সমাজের ভিত্তি নৈতিকতাহীন, সেখানে শান্তি ও সমৃদ্ধির বিকাশ স্থায়ী হতে পারে না।”

তিনি আরও বলেন, “আধুনিক সমাজে নৈতিক অবক্ষয়, অসৎ ব্যবসায়িক আচরণ, সামাজিক দায়িত্বে অবহেলা এবং নেতৃত্বের সংকট জাতির জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা অনুযায়ী সত্য, সততা, ন্যায়বিচার ও নৈতিকতার মূলনীতিগুলি যদি জাতির জীবনে প্রতিষ্ঠিত না হয়, তবে কোনো উন্নয়নই মানুষের প্রকৃত কল্যাণ ও জাতির স্থায়ী উন্নয়নের জন্য যথেষ্ট নয়।”

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) শিক্ষা দিয়েছেন যে, ব্যক্তিগত ও সামাজিক জীবনে সৎ ও সত্যবাদী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক সততা, পরিবারে দায়িত্বশীলতা এবং সামাজিক সহমর্মিতা তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল। আজকের সমাজে এই মূল্যবোধগুলি পুনঃপ্রতিষ্ঠা ছাড়া জাতির সার্বিক উন্নতি সম্ভব নয়। প্রকৃত অর্থে উন্নত জাতি গঠনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই, যা রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শে পরিপূর্ণভাবে বিদ্যমান।

তাই, যদি আমরা জাতির সামগ্রিক উন্নতি এবং মানবিক মূল্যবোধের সত্যিকারের বিকাশ চাই, তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ নেই। তাঁর পথনির্দেশনা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং ব্যক্তিগত, সামাজিক, এবং রাষ্ট্রীয় উন্নয়নের জন্যও অপরিহার্য।

ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসিফ আব্দুল্লার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুর মান্নান।