ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার Logo রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর Logo থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত Logo মুন্সীগঞ্জের মেঘনায় বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে নয়ন-পিয়াস গ্রুপের গুলিতে নিহত স্যুটার মান্নান, গুলিবিদ্ধ-১ Logo চাঁদাবাজির সময় কালা মানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo দুই কিশোরকে মারধরের পরে বয়স ১৮ বছর দেখিয়ে মামলা Logo প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ Logo হঠাৎ সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ Logo সুন্দরগঞ্জে খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ Logo টিভিতে যে খেলা থাকছে আজ

বাগেরহাটে বিএনপি নেতা হত্যাকাণ্ডে কিলিং মিশনের একজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বাগেরহাটে চাঞ্চল্যকর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজিব তরফদার হত্যাকাণ্ডে কিলিং মিশনের অন্যতম সদস্য আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের কাউখালি উপজেলার হুগলি বাটকা এলাকা থেকে আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একটি নালা থেকে একটি দোনালা ও একটি একনালা পাইপগান, পাশাপাশি একটি লাল কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার শিকদার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, কিলিং মিশনে সরাসরি ৪ জন অংশ নিয়েছিল। ৩ লাখ টাকার চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার সহযোগী এই হত্যাকাণ্ডে অংশ নেন। হত্যার মূল পরিকল্পনাকারী ও বাকি অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সজিব তরফদার। এ সময় বাগেরহাট-রামপাল সড়কের মির্জাপুর-আমতলা মসজিদের সামনে সজিবের ওপর গুলি চালানো ও কুপিয়ে হত্যা করা হয়। ৮ নভেম্বর রাতে নিহতের স্ত্রী নাইমা ফারহানা ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার

বাগেরহাটে বিএনপি নেতা হত্যাকাণ্ডে কিলিং মিশনের একজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৬:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

বাগেরহাটে চাঞ্চল্যকর বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজিব তরফদার হত্যাকাণ্ডে কিলিং মিশনের অন্যতম সদস্য আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের কাউখালি উপজেলার হুগলি বাটকা এলাকা থেকে আবু বক্কার শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একটি নালা থেকে একটি দোনালা ও একটি একনালা পাইপগান, পাশাপাশি একটি লাল কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার শিকদার হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, কিলিং মিশনে সরাসরি ৪ জন অংশ নিয়েছিল। ৩ লাখ টাকার চুক্তিতে আবু বক্কার শিকদার ও তার সহযোগী এই হত্যাকাণ্ডে অংশ নেন। হত্যার মূল পরিকল্পনাকারী ও বাকি অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে মোটরসাইকেলে করে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সজিব তরফদার। এ সময় বাগেরহাট-রামপাল সড়কের মির্জাপুর-আমতলা মসজিদের সামনে সজিবের ওপর গুলি চালানো ও কুপিয়ে হত্যা করা হয়। ৮ নভেম্বর রাতে নিহতের স্ত্রী নাইমা ফারহানা ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।