কুমিলায় বাবার সিএনজিচালিত অটোরিকশায় চড়ে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ৫টি গাড়ি ভাঙচুর করে।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, জুনায়েদ ও ফাহিমাকে মাদ্রাসা থেকে নিয়ে তাদের বাবা নিজেই সিএনজি চালিয়ে তাদের নানার বাড়ি অলুয়া গ্রামে যাচ্ছিলেন। ছগুরা এলাকায় পৌঁছালে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি বাস অন্য আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপ দেয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে ভাই-বোন মারা যায়।
নিউ ফারজানা নামের বাসের যাত্রী মাসকট জাহান বলেন, সুগন্ধা পরিবহনের বাসটি প্রথমে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে অটোরিকশাটি পাশে ছিটকে পড়ে। ঘটনার পর আমরা বাসটি থামানোর জন্য বললেও সে না থামিয়ে পরে পালিয়ে যায়। পরে আমি বাসের নম্বরটির ছবি তুলি।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে। উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করেছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।
মোশারফ হোসেন 




















