ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ Logo জনপ্রতিনিধিরা শাসক নয় হবে খাদেম: সেলিম উদ্দিন Logo ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে’ Logo নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র Logo সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি Logo ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না: শায়খে চরমোনাই Logo গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ Logo আইনশৃঙ্খলা বাহিনীর লা’ঠিচা’র্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আ’হ’ত Logo বন্যা পরিস্থিতি খাগড়াছড়ি: পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত Logo কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান

আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান

টিভি অভিনেতা এবং ‘দাদাগিরি ২ ‘ বিজয়ী নীতিন চৌহানের জীবনাবসান। গত ৭ নভেম্বর মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নীতিন চৌহান আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নীতিন চৌহান ২০০৯ সালে ‘দাদাগিরি ২’ জিতেছিলেন এবং তার পরে তাকে ‘তেরা ইয়ার হুন ম্যায়’ শোতেও দেখা গিয়েছিল।

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ‘আজ (৮ নভেম্বর) সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের।

আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কুলদীপ আরও জানান, ‘আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ

আত্মহত্যা করলেন টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান

আপডেট সময় ১২:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

টিভি অভিনেতা এবং ‘দাদাগিরি ২ ‘ বিজয়ী নীতিন চৌহানের জীবনাবসান। গত ৭ নভেম্বর মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নীতিন চৌহান আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নীতিন চৌহান ২০০৯ সালে ‘দাদাগিরি ২’ জিতেছিলেন এবং তার পরে তাকে ‘তেরা ইয়ার হুন ম্যায়’ শোতেও দেখা গিয়েছিল।

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ‘আজ (৮ নভেম্বর) সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের।

আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কুলদীপ আরও জানান, ‘আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।

অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত।