ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান Logo পরীক্ষার সময় ছাত্রদলের উচ্চস্বরে স্লোগান, ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা Logo ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের পোস্টার ফেলে দেওয়ার অভিযোগ Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহবান Logo শপথ নিয়েছেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি Logo বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ Logo ডাকসু নির্বাচনে মোতায়েন করা হবে সেনাবাহিনী Logo জুলাই গণহত্যা:আজ শেখ হাসিনার বিরুদ্ধে ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ Logo তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে Logo কমেতে শুরু করেছে কাঁচামরিচের দাম

ভারতকে উপেক্ষা করে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার সিদ্ধান্ত

লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো ইভেন্ট। সেটা নিয়ে অবশ্য সাজ সাজ রব চলছে পাকিস্তানে। স্টেডিয়ামগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। পাকিস্তানের কর্মতৎপরতায় খুশি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে তিন মাসও বাকি নেই। ইতোমধ্যে এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান। তারা সেটি বেশ আগেই আইসিসির কাছে পাঠিয়েছে অনুমোদনের জন্য।

কিন্তু পাকিস্তানে এসে ভারত এই টুর্নামেন্টে অংশ নিবে কিনা সেটা এখনও জানায়নি। যদিও ভারতকে রেখেই সূচি তৈরি করেছে পাকিস্তান। তাদের ম্যাচগুলো রাখা হয়েছে লাহোরে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ভারতের অংশগ্রহণের বিষয়টি ঝুলে আছে তাদের সরকারের অনুমোদনের টেবিলে। এদিকে ধারণা করা হচ্ছে সরকার অনুমতি দিবে না। তারা চাইবে নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচগুলো আয়োজন করাতে। যেমনটি আগের এশিয়া কাপে করেছিল।

এদিকে পিসিবির চিফ অপারেটিভ অফিসার (সিওও) সালমান নাসের সূচি প্রকাশের বিষয়ে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। পিসিবি আগামী ১১ কিংবা ১২ নভেম্বর চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করার চিন্তভাবনা করছে। এর মধ্যে ভারত যদি তাদের সিদ্ধান্ত না জানায় তাহলে তাদের উপেক্ষা করেই সূচি ঘোষণা করবে আইসিসি।

ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তান এমনও প্রস্তাব দিয়েছিল যে প্রতিটি ম্যাচ খেলার পর ভারত নিকটবর্তী চন্ডিগড় কিংবা দিল্লিতে ফিরে যাবে। ম্যাচের দিন আবার ফিরবে। কিন্তু সেটিতে রাজি হয়নি বিসিসিআই। তারা হাইব্রিড মডেলের বিষয়েই বেশি আগ্রহী। সেটা হলে বাজেটেও পরিবর্তন আনতে হবে আইসিসিকে। এখন দেখার বিষয় ভারতের মতামত ও সিদ্ধান্তকে উপেক্ষা করে আগামী সপ্তাহে সূচি প্রকাশ করতে পারে কিনা আইসিসি।

জনপ্রিয় সংবাদ

শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান

ভারতকে উপেক্ষা করে চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণার সিদ্ধান্ত

আপডেট সময় ১০:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো ইভেন্ট। সেটা নিয়ে অবশ্য সাজ সাজ রব চলছে পাকিস্তানে। স্টেডিয়ামগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। পাকিস্তানের কর্মতৎপরতায় খুশি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে তিন মাসও বাকি নেই। ইতোমধ্যে এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান। তারা সেটি বেশ আগেই আইসিসির কাছে পাঠিয়েছে অনুমোদনের জন্য।

কিন্তু পাকিস্তানে এসে ভারত এই টুর্নামেন্টে অংশ নিবে কিনা সেটা এখনও জানায়নি। যদিও ভারতকে রেখেই সূচি তৈরি করেছে পাকিস্তান। তাদের ম্যাচগুলো রাখা হয়েছে লাহোরে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ভারতের অংশগ্রহণের বিষয়টি ঝুলে আছে তাদের সরকারের অনুমোদনের টেবিলে। এদিকে ধারণা করা হচ্ছে সরকার অনুমতি দিবে না। তারা চাইবে নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচগুলো আয়োজন করাতে। যেমনটি আগের এশিয়া কাপে করেছিল।

এদিকে পিসিবির চিফ অপারেটিভ অফিসার (সিওও) সালমান নাসের সূচি প্রকাশের বিষয়ে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। পিসিবি আগামী ১১ কিংবা ১২ নভেম্বর চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করার চিন্তভাবনা করছে। এর মধ্যে ভারত যদি তাদের সিদ্ধান্ত না জানায় তাহলে তাদের উপেক্ষা করেই সূচি ঘোষণা করবে আইসিসি।

ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তান এমনও প্রস্তাব দিয়েছিল যে প্রতিটি ম্যাচ খেলার পর ভারত নিকটবর্তী চন্ডিগড় কিংবা দিল্লিতে ফিরে যাবে। ম্যাচের দিন আবার ফিরবে। কিন্তু সেটিতে রাজি হয়নি বিসিসিআই। তারা হাইব্রিড মডেলের বিষয়েই বেশি আগ্রহী। সেটা হলে বাজেটেও পরিবর্তন আনতে হবে আইসিসিকে। এখন দেখার বিষয় ভারতের মতামত ও সিদ্ধান্তকে উপেক্ষা করে আগামী সপ্তাহে সূচি প্রকাশ করতে পারে কিনা আইসিসি।