ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এবার হত্যার হুমকি দেওয়া হলো বলিউড বাদশাহ শাহরুখ খানকে

এবার হত্যার হুমকি দেওয়া হলো বলিউড বাদশাহ শাহরুখ খানকে

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর জীবনশঙ্কায় ভুগছেন বলিউড মেগাস্টার সালমান খান। একের পর এক হুমকিতে দিশাহারা অভিনেতা। এরই মধ্যে হুমকি পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রায়পুর থেকে হুমকি বার্তা পেয়েছেন শাহরুখ খান।

ফাইজান নামের এক ব্যক্তির ফোন থেকে এই হুমকি ফোন আসে। সেই সঙ্গে ৫০ লাখ টাকা দাবি করা হয় শাহরুখের কাছে। ঘটনার পরে মুম্বাই পুলিশ একটি মামলা করেছে। তবে ফাইজান খান দাবি করেছেন যে ২ তারিখ তার ফোন চুরি হয়েছে।

এ ঘটনায় দ্রুত তদন্তে নেমেছে পুলিশ। মুম্বাই পুলিশের একটি দল ফোনকলের লোকেশন ট্র্যাক করে ইতোমধ্যেই ছত্তিশগড়ে পৌঁছেছে। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বাই পুলিশ।

গত ১২ অক্টোবর গুলি করে হত্যা করা হয় ভারতের রাজনীতিবিদ ও সাবেক এমপি বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীরা। দাবি করা হয়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। সালমানের কাছের সবারই এমন পরিণতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এর পর থেকেই সতর্ক রয়েছেন সালমান ঘনিষ্ঠ তারকারা।

২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখ খানের। প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর করা হবে: বাইডেন

এবার হত্যার হুমকি দেওয়া হলো বলিউড বাদশাহ শাহরুখ খানকে

আপডেট সময় ১০:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর জীবনশঙ্কায় ভুগছেন বলিউড মেগাস্টার সালমান খান। একের পর এক হুমকিতে দিশাহারা অভিনেতা। এরই মধ্যে হুমকি পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রায়পুর থেকে হুমকি বার্তা পেয়েছেন শাহরুখ খান।

ফাইজান নামের এক ব্যক্তির ফোন থেকে এই হুমকি ফোন আসে। সেই সঙ্গে ৫০ লাখ টাকা দাবি করা হয় শাহরুখের কাছে। ঘটনার পরে মুম্বাই পুলিশ একটি মামলা করেছে। তবে ফাইজান খান দাবি করেছেন যে ২ তারিখ তার ফোন চুরি হয়েছে।

এ ঘটনায় দ্রুত তদন্তে নেমেছে পুলিশ। মুম্বাই পুলিশের একটি দল ফোনকলের লোকেশন ট্র্যাক করে ইতোমধ্যেই ছত্তিশগড়ে পৌঁছেছে। জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বাই পুলিশ।

গত ১২ অক্টোবর গুলি করে হত্যা করা হয় ভারতের রাজনীতিবিদ ও সাবেক এমপি বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীরা। দাবি করা হয়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। সালমানের কাছের সবারই এমন পরিণতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এর পর থেকেই সতর্ক রয়েছেন সালমান ঘনিষ্ঠ তারকারা।

২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখ খানের। প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।