যশোর প্রতিনিধি : গত ৪ নভেম্বর রাতে যশোর খোলাডাঙ্গায় জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যশোরের খোলাডাঙ্গা গাজিরহাট বাজার থেকে ২ আসামীকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যনুযায়ি আর ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পূর্বের ধারণকৃত একটি ভিডিও ফুটেজ পুলিশ জব্দ করে। ফুটেজটি পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লাবিব, সাকিনসহ ৪/৫ একটি মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষন নিচ্ছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক আসামী রায়হানের বসতবাড়ির সিড়িপথের নীচ থেকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ০১ টার দিকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী লাবিব এর বাসায় অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন্য (আল-আমিন ও সাকিন) নিজেদেরকে জড়িয়ে জামায়াত নেতা সজল এর হত্যাকান্ডের সাথে জড়িত ১৩/১৪ জনের নাম প্রকাশ করে। জানা যায়, ঘটনার ১৫/২০ দিন আগে এলাকার জনৈক ফখরুল ইসলাম এর এক স্বজনকে আসামী স্বরন ও রবিন পথরোধ করে ব্যাগ তল্লাশীর ঘটনায় ফখরুল ইসলাম বিষয়টি নিহত সজলকে নিয়ে প্রতিবাদ করে, আসামী স্বরণ, লাবিব ও রবিনকে চড়থাপ্পর মারে নিহত সজল।
এরপর থেকে আসামী স্বরণ, লাবিব ও রবিন সজলকে হত্যার পরিকল্পনা করে।